ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

২১ শতাংশ মুনাফা বেড়েছে স্যামসাংয়ের

প্রকাশিত: ০৪:৩৭, ৬ নভেম্বর ২০১৮

২১ শতাংশ মুনাফা বেড়েছে স্যামসাংয়ের

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১ হাজার ৫৪০ কোটি ডলার পরিচালন মুনাফা করেছে কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। বছরের ব্যবধানে যা ২১ শতাংশ বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর মেয়াদে প্রতিষ্ঠানটির মোট বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৭২৩ কোটি ডলার ছাড়িয়েছে। একইসঙ্গে নিট মুনাফা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১৪৬ কোটি ডলার। স্যামসাংয়ের বিবৃতিতে জানানো হয়, গেল প্রান্তিকে মোট বিক্রি ও মুনাফার ৩৩ শতাংশ এসেছে মোবাইল হ্যান্ডসেট বিক্রি থেকে। বাকি ৬৭ শতাংশই এসেছে স্মার্ট ডিভাইসের মেমোরি চিপ বিক্রির মাধ্যমে। বছরের শুরুতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠায় হুমকিতে পড়েছিল স্যামসাংয়ের বাণিজ্য। বিভিন্ন দেশে তাদের পণ্য বিক্রিও কিছুটা কমেছিল। -অর্থনৈতিক রিপোর্টার জনতা ব্যাংক সিংড়া বাজার শাখার এটিএম বুথের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি জনতা ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদসহ ব্যাংকের উর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন
×