ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি শাহজাদা খালেদ বিন তালালের মুক্তি

প্রকাশিত: ০৩:৪৯, ৫ নভেম্বর ২০১৮

  সৌদি শাহজাদা খালেদ  বিন তালালের মুক্তি

সৌদি আরবের দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করায় আটক শাহজাদা খালেদ বিন তালাল আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। শাহজাদার স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন যেগুলোতে তাকে তার পরিবারের সঙ্গে দেখা গেছে। ছবিগুলো এই সপ্তাহান্তেই তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর বিবিসির। প্রায় এক বছর আগে আটক হওয়া এই শাহজাদা বিন তালাল সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইবনে সৌদের ভাতিজা। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করায় গত বছর তাকে আটক করা হয়েছিল। ওই অভিযানে যে অসংখ্য সৌদি শাহজাদা ও রাজনৈতিক কর্মকর্তা আটক হয়েছিলেন, তাদের মধ্যে শাহজাদা খালেদের ভাই শাহজাদা আলওয়ালিদ বিন তালালও ছিলেন। শাহজাদা আলওয়ালিদ এ বছরের শুরুতে মুক্তি পান। গত মাসে তুরস্কের সৌদি কনসুলেটের ভেতর রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা-ের ঘটনা যুবরাজ বিন সালমান প্রবল চাপে আছেন। এ সময়ই শাহজাদা বিন তালালকে মুক্তি দেয়া হলো। সঙ্কট মোকাবেলায় রাজপরিবারের ভেতরে সমর্থন বাড়ানোর চেষ্টায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। শাহজাদা বিন তালালের ভাতিজি রিম বিনতে আলওয়ালিদ টুইটারে শাহজাদার ও পরিবারের অন্য সদস্যদের ছবি দিয়ে বলেন, আপনাকে নিরাপদে রাখায় আল্লাহকে ধন্যবাদ। অন্য আত্মীয়-স্বজনরা কয়েক বছর ধরে কোমায় থাকা বিন তালালকে চুমু ও জড়িয়ে ধরার ছবিও দিয়েছেন। কী কারণে তাকে আটক রাখা হয়েছিল, কেনইবা তাকে ছেড়ে দেয়া হয়েছে, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি সরকার। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সৌদি সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করায় প্রায় ১১ মাস ধরে বন্দী ছিলেন শাহজাদা বিন তালাল।
×