ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনে চালক-যাত্রী মারামারি, বাস নদীতে

প্রকাশিত: ০৪:০১, ৩ নভেম্বর ২০১৮

 চীনে চালক-যাত্রী  মারামারি,  বাস নদীতে

চীনের চংকিংয়ে সেতুর রেলিং ভেঙ্গে একটি বাস ইয়াংজি নদীতে পড়ে যাওয়ার ঠিক আগে এক নারী যাত্রীর সঙ্গে চালকের হাতাহাতি হচ্ছিল। গত রবিবারের ওই দুর্ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ আছেন দুই যাত্রী। -খবর বিবিসির প্রাথমিকভাবে বলা হয়েছিল, বিপরীত দিক থেকে আসা অন্য একটি যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। কিন্তু বাসের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন্য কথা বলছে। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিপুলস ডেইলির প্রকাশ করা ভিডিওতে মাঝ বয়সের এক নারীকে প্রথমে নিজের মোবাইল দিয়ে চালককে আঘাত করতে দেখা যায়। একহাতে স্টিয়ারিং ধরে চালক ওই নারীকে পাল্টা আঘাত করেন। দ্রুতগতিতে চলতে থাকা বাসটি তারপরই বিপরীত লেনের দিকে ঘুরে যায় এবং সেতুর রেলিংয়ের সঙ্গে সংঘর্ষ হয়। চালক-যাত্রীর এই মারামারিই দুর্ঘটনার কারণ বলে জানায় পুলিশ।
×