ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশীর শোভাযাত্রা

প্রকাশিত: ০৬:৫০, ৩১ অক্টোবর ২০১৮

পাবনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশীর শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ অক্টোবর ॥ ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের বিভিন্ন এলাকায় বের করা হয় শোভাযাত্রা। এতে সহস্রাধিক হোন্ডা ও ৩০টির মতো মাইক্রো ও কয়েকটি ট্রাকে নেতাকর্মীরা অংশ নেয়। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সাহাপুর এলাকা থেকে হোন্ডা, মাইক্রো ও ট্রাক ভর্তি নেতাকর্মী ও সমর্থকরা ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকায় এসে জমায়েত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ও সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট রবিউল আলম বুদুর নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ঈশ্বরদী ও আটঘরিয়ার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় শত শত মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের হাত তুলে অভিনন্দন জানান। এ সময় মিরকামারির এ্যাডভোকেট সালাম, আটঘরিয়ার আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ও আবুল কাশেম বলেন, পাবনা-৪ নির্বাচনী এলাকার ভোটাররা নতুন মুখ চান। সেদিক থেকে রবিউল আলম বুদুর অবস্থান ভাল। তিনিই হতে পারেন এ আসনের নৌকার মাঝি। শোভাযাত্রা চলাকালে ঈশ্বরদী আওয়ামী লীগ অফিস ও আটঘরিয়ার বিভিন্ন স্থানসহ পাঁচস্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ্যাডভোকেট রবিউল আলম বুদু। তিনি বলেন, ’৪১ সালের মধ্যে দেশকে উন্নয়শীল দেশের কাতারে নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও সরকার গঠন করা দরকার। পদ্মা সেতুসহ বড় বড় উন্নয়ন কাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতির চেহারা পরিবর্তন হবে। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা হলে দেশ হবে প্রাশ্চাত্যের সুইজারল্যান্ড। এ সময় আওয়ামীলীগ নেতা নুরুল হুদা পাখি সরদার, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শিক্ষক আবদুল হাই, ব্যারিস্টার গোলাম কিবরিয়া, ব্যারিস্টার দীপংকর ঘোষ প্রমুখ।
×