ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের কৃষকরা ক্ষুদ্র ঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয়ের দিকে যাচ্ছে ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৩৪, ৩১ অক্টোবর ২০১৮

দেশের কৃষকরা ক্ষুদ্র ঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয়ের দিকে যাচ্ছে ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের জোট গড়ার সমালোচনা করে বলেছেন, বিএনপি ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেয়নি। আর বিএনপি নেতা তারেক রহমান ছাত্রদল ও শিবির একই মায়ের উদরের সন্তান বলে ঘোষণা দিয়েছিল। মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের প্রটেকশনদাতা এবং এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়া ও তারপুত্র তারেক রহমানের সঙ্গে জোট করে আইনের শাসন ও জামায়াতের সঙ্গে জোট না করার ঘোষণা বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। কৃষিমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হয়ে দেশের কৃষকের মাথার ওপর যাতে ছাতা হয়ে থাকতে পারেন, সে বিষয়ে কৃষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের কৃষকরা ক্ষুদ্র ঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয়ের দিকে যাচ্ছে। আর এ জন্যই কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি অর্জন করা সম্ভব হয়েছে।
×