ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড

সাভারে আজ শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন জয়

প্রকাশিত: ০৪:১১, ২৮ অক্টোবর ২০১৮

সাভারে আজ শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন জয়

সৌমিত্র মানব, সাভার ॥ সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৮’। শনিবার শুরু হওয়া এ আয়োজনের প্রথম দিনে ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ রবিবার সেরা ৩০ প্রতিষ্ঠানকে বাছাই করে হাতে তুলে দেয়া হবে ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’। এদের মধ্যে সেরা ১০ প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৮ এর প্রথম দিনে শনিবার সকালে ‘ক্যারিয়ার টক এ্যাট এইচআর টেন্ট’-এ অংশগ্রহণ করে ‘ইয়াং বাংলা’র ২শ’ তরুণ-তরুণী। এ সময় অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৭ সালের জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ বিজয়ী ৬০ জন তরুণ উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একজন সাধারণ তরুণ থেকে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনানোর পাশাপাশি তাদের চলার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সেগুলো থেকে রক্ষা পাওয়ার কলা-কৌশল নিয়েও আলোচনা করা হয় তরুণরা। সেই সঙ্গে নতুন কর্মী নিয়োগ, বাছাই থেকে শুরু করে মানবসম্পদ উন্নয়ন এবং এ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সেশনে। সেশনটি সঞ্চালনা করেন রেন্ডি গডফ্রে। আয়োজনের প্রথম দিন অনুষ্ঠান পর্যবেক্ষণ করতে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাইদ আহমেদ পলক এমপি। এদিন দুপুরের সেশনে আয়োজন করা হয় ‘লেটস টক’। সেখানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রথম বাংলাদেশী নারী এভারেস্ট বিজয়ী নিশাথ মজুমদার, নারী উদ্যোক্তা ভাষানী আক্তার ও দেশের জনপ্রিয় নারী সাঁতারু মাহফুজা খাতুন শীলা। প্যানেলিস্ট হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন উম্মে সায়মা জয়া (২০১৭), আনিস মোরশেদ (২০১৫) এবং কুমার বিশ্বজিৎ (২০১৫)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আলী ফারহাদ। এ সময় মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে সার্বিক উন্নয়ন, শিক্ষা-দক্ষতা ও কর্মসংস্থান, সুনাগরিক হিসেবে তরুণদের ভূমিকা এবং তরুণদের চোখে আগামীর বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভা শুরু হয়। দিনের শেষ সেশনে শনিবার সন্ধ্যায় শীর্ষ ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই করে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় ‘সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) এবং ‘ইয়াং বাংলা’র পার্টনাররা এ সার্টিফিকেটগুলো প্রদান করেন। সার্টিফিকেট প্রদান শেষে নিজেদের অভিজ্ঞতা সকলের সামনে উপস্থাপনা করেন এ শীর্ষ ৫০ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজনের দ্বিতীয় দিন আজ রবিবার শুরু হবে ‘নারী অধিকার ও সুরক্ষায় সচেতনতা’ বিষয়ক সেশনের মাধ্যমে। নারীর প্রতি সহিংসতা রুখতে ‘#ইবইৎধাব’ শিরোনামে আয়োজিত এ দু’ঘণ্টার সেশনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোঃ শাইখ ইমতিয়াজ। এদিন বিকেল ৪টায় ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৮’ বিজয়ী ৩০ প্রতিষ্ঠানের নাম ঘোষণা এবং শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে এ্যাওয়ার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সর্বশেষে মিউজিকাল সোয়ারীর মাধ্যমে শেষ হবে এ অনুষ্ঠানের কার্যক্রম। সারাদেশ থেকে আবেদন করা প্রায় আড়াই হাজার সংগঠনের মধ্য থেকে বাছাই করা শীর্ষ ৫০ জনকে নিয়ে এবার শুরু হয় ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’র তৃতীয় আয়োজন। এ ৫০টি সংগঠন হচ্ছে- ১. অল ফর ওয়ান ফাউন্ডেশন, ২. অনুশীলন মজার স্কুল, ৩. বিডি এ্যাসিস্ট্যান্ট, ৪. বায়ান্ন, ৫. ব্রিজ ফাউন্ডেশন, ৬. বৃহন্নলা, ৭. কল ফর ব্লাড, ৮. ডিজিটাল সেন্টার, ৯. দুর্বার প্রগতি সংগঠন, ১০. একতা উন্নয়ন সংগঠন, ১১. দ্য ফ্লাগ গার্ল, ১২. ঘুড়ি ফাউন্ডেশন, ১৩. গুরুকুল, ১৪. জীবন, ১৫ ক্ষ্যাপা, ১৬. লালমনিরহাট তাইকোয়ান্দো এ্যাসোসিয়েশন, ১৭. লাইট অব লাইফ, ১৮. নড়াইল ভলান্টিয়ার্স, ১৯. নারী শক্তি ফাউন্ডেশন, ২০. নীড় সেবা কেন্দ্র, ২১. নতুন জীবন, ২২. অণুবীক্ষণ, ২৩. পাখি ফাউন্ডেশন, ২৪. পরিবেশ ও হাওড় উন্নয়ন সংগঠন, ২৫. প্রাণ ও প্রকৃতি, ২৬. প্রকৃতি ও প্রজন্ম, ২৭. প্রথম সূর্য এ্যাগ্রো ফার্ম, ২৮. প্রতিবন্ধী কল্যাণ সমিতি, ২৯. প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, ৩০. রিলেশন টু পিউপিল, ৩১. সফল শ্রিম্প সার্ভিস সেন্টার, ৩২. সালান্দার হাইস্কুল নারী বাস্কেটবল দল, ৩৩. শিক্ষার আলো পাঠশালা, ৩৪. শিশু নাট, ৩৫. শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র, ৩৬. স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ৩৭. স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরি, ৩৮. স্বপ্নতরী ফাউন্ডেশন, ৩৯. সোশাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট, ৪০. স্টুডেন্টস অর্গানাইজেশন অব ইয়ুথ পাওয়ার, ৪১. সিলেট আর্ট এ্যান্ড অটিজম ফাউন্ডেশন, ৪২. তারা ইনিশিয়েটিভ, ৪৩. তরু ছায়া, ৪৪. তারুণ্য ৭১, ৪৫. তেঁতুলিয়া পাঠশালা, ৪৬. ট্রাভেলেটস অব বাংলাদেশ, ৪৭. ইউনিভার্সিটি টি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, ৪৮. ভোরের আলো, ৪৯. উইশ ফর বেটার জামালপুর ও ৫০. ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস। উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবার জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের আয়োজনে ১৫শ’ আবেদন থেকে ৩০ তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এক বছর বিরতি দিয়ে ২০১৭ সালে আবারও আয়োজন করা হয় জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের। সেই আসরে ৩০ তরুণকে দেয়া হয় পুরস্কার। তবে পরবর্তীতে নিয়ম বদলে ব্যক্তি পর্যায়ে পুরস্কৃত না করে ইয়াং বাংলা প্রতিষ্ঠান ও সংগঠনকে পুরস্কার দেয়া শুরু করে।
×