ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ বিএনপি কার্যালয় প্রাঙ্গণে

প্রকাশিত: ০৫:২৯, ২৭ অক্টোবর ২০১৮

 চট্টগ্রামে ঐক্যফ্রন্টের  সমাবেশ  আজ বিএনপি  কার্যালয়  প্রাঙ্গণে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লালদীঘি মাঠ নয়, চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ শনিবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত দলগুলো। সিএমপি সূত্রে জানা যায়, নগরীর লালদীঘি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু আইনশৃঙ্খলা বিঘিœত হতে পারে এই আশঙ্কায় সেখানে অনুমতি দেয়া হয়নি। নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত দেয়া হয়েছে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দকে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। কোন ধরনের মিছিল করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন পরিস্থিতির উদ্ভব হয় এমন কাজ করা যাবে না। শহরের বাইরে থেকে বাসযোগে লোক সমাগম করা যাবে না। তবে পায়ে হেঁটে সমাবেশে যোগদান করা যাবে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস ভাড়া করে নগরীর বাইরে থেকে যেন লোক জড়ো হতে না পারে সে জন্য নগরীর সিটিগেট, কর্ণফুলী সেতু, অক্সিজেনসহ বিভিন্ন প্রবেশপথে পুলিশের অবস্থান থাকবে। তবে যোগদানকারীরা পায়ে হেঁটে প্রবেশ করলে বাধা প্রদান করা হবে না। এদিকে, সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে ঐক্যফ্রন্ট ও বিএনপি। নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তুতি সভা। এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম, বিএনপি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা। বিকেলে অনুষ্ঠিত বিএনপির প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, মোঃ শাহজাহান, গোলাম আকবর খন্দকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু সুফিয়ান ও নগর বিএনপির নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা যে কোন মূল্যে চট্টগ্রামের সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় নেতারা সমাবেশে বিপুল সমাগম হবে আশাবাদ ব্যক্ত করে দলে দলে সমবেত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, কোন স্থানে বাধা প্রদান করা হলে সেখান থেকেই পায়ে হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
×