ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার নির্বাচনে কোন ধ্বংসাত্মক কাজ করতে দেব না ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৮, ২৭ অক্টোবর ২০১৮

 এবার নির্বাচনে  কোন ধ্বংসাত্মক  কাজ করতে  দেব না ॥   পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, আমরা স্কুল-কলেজের ভবন করছি, রাস্তাঘাট করছি, জনগণের উন্নয়ন করছি। আর তারা গত নির্বাচনে ভোট কেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। জনগণের সম্পদ ধ্বংস করেছে। এবার কিন্তু আমরা আগুন লাগাতে দেব না। তারা যেন সাবধান থাকে। এবার সরকার অনেক কঠোর অবস্থানে আছে। আমরা এবার কোন ধ্বংসাত্মক কাজ করতে দেব না। আপনারা সবাই সাবধান থাকবেন, তৎপর থাকবেন, খেয়াল রাখবেন, চোখ-কান খোলা রাখবেন। শুক্রবার দুপুরে উপজেলার আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতসহ একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ওই অনুষ্ঠান থেকে বাসুলী উচ্চ বিদ্যালয় ভবনের উর্ধমুখী কাজের উদ্বোধন, উপজেলার প্রায় ১৪.৫ কি.মি. রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। স্কুল কমিটির সভাপতি মোঃ নূর আলম শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খগেশ্বর রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আযম চৌধুরী লায়ন, আলোঝাড়ি ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আ.স.ম. আতাউর রহমান বাচ্চু এবং সাবেক চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ প্রমুখ। এর পূর্বে সকালে মন্ত্রী কাচিনীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও মৈত্রী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, কালির বাজারের দক্ষিণে ত্রাণের ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন, তরপো নাহার পুকুরের পাশে নবনির্মিত ত্রাণের ব্রিজের উদ্বোধন, নেউলা আদর্শগ্রামসহ উপজেলার ৪৮টি গ্রামে ১ হাজার ৫৩৩টি পরিবারে বৈদ্যুতিক মিটারের সংযোগ উদ্বোধন করেন। এছাড়াও বিকেলে উপজেলার পুরাকীর্তি আওকড়া মসজিদ প্রতœতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত হওয়ায় ফলক উন্মোচন এবং কুতুব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় মন্ত্রীর সহধর্মিণী মিসেস শাহীন আলী, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, অপর পাঁচ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
×