ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অস্ত্র বিক্রি চুক্তি বহাল থাকবে ॥ স্বচ্ছ তদন্ত দাবি জার্মানির

সুর পাল্টালেন ট্রাম্প ॥ সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট নন

প্রকাশিত: ০৪:২৫, ২২ অক্টোবর ২০১৮

সুর পাল্টালেন ট্রাম্প ॥ সৌদি  ব্যাখ্যায় সন্তুষ্ট নন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নেভাডায় এক সমাবেশে বলেছেন অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার যে ব্যাখ্যা সৌদি আরব দিয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন। তবে তিনি দেশটির সঙ্গে করা বহু বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন। খাশোগির বিষয়ে রিয়াদের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ‘ধস্তাধস্তির’ এক পর্যায়ে তিনি মারা গেছেন। ইউরোপের দেশগুলোর কাছে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি। এএফপি ও গার্ডিয়ান। ভিন্ন মতাবলম্বী ও রাজ পরিবারের সমালোচক খাশোগি ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বের হননি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে তুরস্ক বলেছে রাষ্ট্রীয় কিলিং স্কোয়াড পাঠিয়ে তাকে খুন করে লাশ টুকরো টুকরো করা হয়েছে। বিষয়টি দুই সপ্তাহ অস্বীকার করে গেলেও শেষ পর্যন্ত কূটনৈতিক চাপে রিয়াদ এ কথা স্বীকার করতে বাধ্য হয় যে, খাশোগি কনস্যুলেট ভবনে মারা গেছেন। ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলামিস্ট খাশোগি নিখোঁজ হওয়ার পর সৌদি আরবের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয। পশ্চিমা মিত্রদের কাছ থেকে এ রকম আচরণ স্বাভাবিকভাবেই রিয়াদ আশা করেনি। বিশেষ করে যুবরাজ বিন সালমানের সংশ্লিষ্টতার কথা ঘুরেফিরে এসেছে। শেষ পর্যন্ত শুক্রবার রিয়াদে এ্যাটর্নি জেনারেল সাউদ আল মুজিব বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খাশোগি মারা গেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘খাশোগি ও কয়েকজনের মধ্যে আলোচনা কলহের পর্যায়ে চলে গেলে অন্যরা তাকে ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে তিনি মারা যান।’ তবে সৌদি স্বীকারোক্তিতে অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র কতটুকু সন্তুষ্ট তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেছেন, ‘এটি একটি ভাল পদক্ষেপের প্রথম অংশ, তবে আমি উত্তর পেতে চাই।’ তিনি সৌদি আরবের সঙ্গে করা বহু বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, সেটি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানেরর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ১১০ বিলিয়ন ডলারের চুক্তিটি অনেকের কর্মসংস্থান করবে। চুক্তি থেকে সরে গেলে সৌদি আরব চীন বা রাশিয়ার কাছ থেকে ওই অস্ত্র কিনতে পারে। তিনি বলেন, ‘সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের পুরনো ক্রেতা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অন্যতম সহযোগী।’ এদিকে খাশোগি ইস্যুতে সৌদি ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি জার্মানি। এই ব্যাখ্যাকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে হত্যাকান্ডের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে বার্লিন। চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ও পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
×