ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঘাতক স্কোয়াডের কয়েক সদস্য শনাক্ত

প্রকাশিত: ০৪:০৯, ২১ অক্টোবর ২০১৮

ঘাতক স্কোয়াডের কয়েক সদস্য শনাক্ত

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নতুন তথ্য ও ছবি প্রকাশ করেছে তুর্কী দৈনিক সাবাহ। তুর্কী দৈনিক ছবি প্রকাশ করে লিখেছে, তুরস্কের নিরাপত্তা বাহিনী সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও থেকে ঘাতক স্কোয়াডের কয়েক সদস্যকে শনাক্ত করতে পেরেছে। -খবর ওয়েবসাইটের খাশোগি নিখোঁজ হওয়ার আগের দিনই ঘাতক স্কোয়াডের দুই সদস্য ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করে। এরা হলেন মানসুর আবু হোসেইন ও নায়েফ আল আরিফি। ঘটনার আগের দিন ১ অক্টোবর তুরস্কের স্থানীয় সময় ৪টা ১৪ মিনিটে বিশেষ বিমানে করে তারা তুরস্কে আসেন এবং ওই দিনই তারা কনস্যুলেটে যান। ওই দুই জন ইস্তানবুলে পৌঁছার প্রায় সাড়ে নয় ঘণ্টা পর মোহাম্মাদ আল হাওসায়ি, খালেদ আল হাতাবি ও মাশাল আল বাস্তানি বিমান নিয়ে ইস্তানবুলের আতাতুর্ক বিমান বন্দরে পৌঁছান। এর আগে দৈনিক সাবাহ আরেক ব্যক্তির নাম ও ছবি প্রকাশ করেছে। বলা হয়েছে, মাহের আব্দুল আজিজ মুতরেব নামে ওই ব্যক্তি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন।
×