ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ম্যালেরিয়া মোকাবেলায় মশাকেই হাতিয়ার বানাচ্ছে আফ্রিকা

প্রকাশিত: ০৪:০৮, ২১ অক্টোবর ২০১৮

ম্যালেরিয়া মোকাবেলায় মশাকেই হাতিয়ার বানাচ্ছে আফ্রিকা

ম্যালেরিয়াবাহী মশা নিয়ন্ত্রণে জেনেটিক্যালি মোডিফায়েড মশা ছাড়তে যাচ্ছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। সেখানে জিন পরিবর্তন করা প্রায় ১০ হাজার মশা প্রকৃতিতে ছাড়া হবে। এসব মশার জিন এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে এদের প্রজননে জন্ম নেয়া মশাদের ৯০ শতাংশই হবে পুরুষ মশা। এতে স্ত্রী মশার জন্মহার কমবে। এমন কৌশলের কারণ, শুধু স্ত্রী মশাই ম্যালেরিয়ার জীবাণু ছড়াতে পারে। কেননা, আফ্রিকায় পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর সবচেয়ে বড় কারণ ম্যালেরিয়া। খবর ওয়েবসাইটের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুরকিনা ফাসোর বানা গ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মশাগুলো ছাড়া হবে। যে গবেষণাগার এই প্রক্রিয়া নিয়ে কাজ করছে গ্রামটি তার কাছেই। এই গ্রাম বেছে নেয়ার উদ্দেশ্য হচ্ছে, জেনেটিক্যালি মোডিফায়েড মশা ছাড়ার পর মশার প্রজননে কেমন পরিবর্তন আসে তা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করবেন। তারা প্রত্যাশা করেন, এক বছর পর্যন্ত পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে, এই মশা কতটা কার্যকর। ঠিক কবে এসব মশা প্রকৃতিতে ছাড়া হবে তা নির্ভর করছে আবহাওয়ার ওপর। বিজ্ঞানীরা চান, জেনেটিক্যালি মোডিফায়েড এসব মশা এমন সময় ছাড়া হোক, যেন দ্রুত সেগুলো প্রজননের বয়সে পৌঁছে যায়।
×