ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিদিন গড়ে দুই নারী ধর্ষিত হয়

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ অক্টোবর ২০১৮

প্রতিদিন গড়ে দুই নারী ধর্ষিত হয়

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রতিদিন গড়ে দুইজন নারী ধর্ষিত হয়। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর গত ৯ মাসে সারাদেশে ৬১৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৬৯ জন। ধর্ষণের শিকার মোট নারীদের মধ্যে ছয় বছরের কম থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যাই বেশি। চলতি অক্টোবর মাসে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত মাসিক বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, নয়মাসে ধর্ষণের পর মৃত্যু হয়েছে ৫৪ জনের। তাদের মধ্যে ধর্ষণের পর আত্মহত্যা করেছে চারজন। এসব ঘটনায় মোট মামলা হয়েছে ৪২০টি। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ধর্ষণের শিকার মোট নারীদের মধ্যে ৪৫ জনের বয়স ছয় বছরেরও নিচে। এছাড়া ৭ থেকে ১২ বছর বয়সী ৮৪ জন ও ১৩ থেকে ১৮ বছরের ৯৮ জন রয়েছেন। ধর্ষণের পর নিহত নারীদের মধ্যেও ছয় বছরের কম বয়সী শিশু থেকে ১৮ বছরের নারীর সংখ্যাই বেশি। পরিসংখ্যানে আরও দেখা যায়, নিহতদের মধ্যে দুইজনের বয়স ছয় বছরেরও কম। এছাড়া ৭ থেকে ১২ বছর বয়সী ১৪ জন ও ১৩ থেকে ১৮ বছর বয়সী ১৫ জন নারী রয়েছেন। এছাড়া ধর্ষণের অপচেষ্টার শিকার হয়েছেন ৯০ জন নারী।
×