ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মাইম আর্ট মুক্তমঞ্চ নির্বাক দল

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ অক্টোবর ২০১৮

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মাইম আর্ট  মুক্তমঞ্চ নির্বাক দল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ৫ অক্টোবর থেকে চলছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮। আজ উৎসবের শেষের দিনে মূকাভিনয় পরিবেশন করবে বাংলাদেশের অন্যতম মূকাভিনয় সংগঠন মাইম আর্ট। উৎসব উপলক্ষে নাট্যশালার প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চে বিকেল পাঁচটা থেকে এই প্রদর্শনী শুরু হবে। নিথর মাহবুবের রচনা ও নির্দেশনায় মাইম আর্ট পরিবেশন করবে দলের জনপ্রিয় কমেডি মূকাভিনয় প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’। মূকাভিনয়ে অংশগ্রহণ করবেন নিথর মাহবুব, টুটুল, শুধাংসু, শুভ, মুনিয়া, সবুজ, রবি, রবিন, খোকন প্রমুখ। ‘যেমন কর্ম তেমন ফল’ মূলত কমেডি প্রযোজনা হলেও হাস্যরসের মাধ্যমে এখানে সমাজের বাস্তব চিত্র তুলে আনা হয়েছে। দৈনন্দিন জীবনের ভুল-ক্রটি ও অসঙ্গতিগুলো দেখা যাবে এখানে। যেখানে রয়েছে ধর্ম, রাজনীতি, নারী নির্যাতন, প্রতারণা, লোভ, ভেজাল খাদ্য ইত্যাদি বিষয়। এছাড়া আজ গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দলও একই মঞ্চে মূকাভিনয় পরিবেশন করবে। ৬টায় মুক্তমঞ্চ নির্বাক দল গাজীপুর পরিবেশন করবে মোবাইলের অপব্যবহার ও কুফল বিষয়ে জনসচেতনতা বিষয়ক মূকনাট্য ‘মোবাইল বিড়ম্বনা’। মূকাভিনয় করবেন আবদুল্লাহ আল মামুন, শাকুর ইসলাম সাগর, গোবিন্দ সরকার, কৌশিক চন্দ্র শীল, সৌরভ চন্দ্রপাল, আল-আমিন। পরিকল্পনা ও নির্দেশনায় শহিদুল হাসান শামীম। ৭ম বারের মতো আয়োজিত ১১ দিনব্যাপী এ উৎসবে ভারতের ৪টি নাট্যদল, ঢাকা ও ঢাকার বাইরের ২৬টি নাট্যদলসহ মোট ৩০টি থিয়েটার সংগঠন অংশগ্রহণ করেছে। এছাড়াও উন্মুক্ত মঞ্চে ৯টি পথনাটক, ১৮টি আবৃত্তি সংগঠনের আবৃত্তি, ১৮টি সঙ্গীত সংগঠন, ১৮টি নৃত্য সংগঠন ও ২টি মাইম সংগঠনের পরিবেশনাসহ একক আবৃত্তি এবং একক সঙ্গীত পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।
×