ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রফতানিতেও ইনডেন্টিং নিবন্ধন সনদ বাধ্যতামূলক

প্রকাশিত: ০৬:১৯, ১২ অক্টোবর ২০১৮

রফতানিতেও ইনডেন্টিং নিবন্ধন সনদ বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ এতদিন আমদানির অনুকূলে ইনডেন্টিং (চাহিদাপত্র) নিবন্ধন সনদ নিতে হতো ব্যবসায়ীদের। এখন থেকে রফতানিতেও ইন্ডেন্টিং নিবন্ধন সনদ নিতে হবে। গত ১ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। আদেশে ইন্ডেন্টিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত ইন্ডেন্টিং প্রতিষ্ঠানের অনুকূলে রফতানি নিবন্ধন সনদপত্র জারি করার কথা বলা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রায় লেনদেন করা (অনুমোদিত ডিলার ) ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেওার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে বিষয়টি যথাযথভাবে পরিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ১ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইন্ডেন্টিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত ইন্ডেন্টিং প্রতিষ্ঠানের অনুকূলে রফতানি নিবন্ধন সনদপত্র জারি করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে ইন্ডেন্টিং নিবন্ধন সনদ দেয়া হচ্ছে। ইন্ডেন্টিং নিবন্ধন সনদ নিতে হলে আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরমটি অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যেমন, নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেয়া নাগরিক সনদপত্র/ জাতীয় পরিচয়পত্র, এককপি ছবি, সরকারী ফি জমার ট্রেজারি চালান, চেম্বার/ ট্রেড এ্যাসোসিয়েশনের সদস্য সনদ, ট্রেড লাইসেন্স, টিআইএন, ব্যাংক সচ্ছলতার সনদ, ক্ষেত্র বিশেষে রেজিস্টার্ড অংশীদারির দলিল, মেমোরেন্ডাম এ্যান্ড আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকর্পোরেশনসহ আবেদন করলে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণাধীন আঞ্চলিক কার্যালয় থেকে নিবন্ধন সনদ দেয়া হবে।
×