ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি সাংবাদিক হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় তুরস্ক

প্রকাশিত: ০৬:৩৬, ৯ অক্টোবর ২০১৮

সৌদি সাংবাদিক হত্যার আন্তর্জাতিক তদন্ত চায় তুরস্ক

তুর্কী কর্তৃপক্ষ দাবি করেছে যে, রিয়াদ থেকে পাঠানো একটি খুনী দল ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিশিষ্ট সাংবাদিক জামাল খাশাগজিকে হত্যা করেছে। এজন্য তারা আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। যাতে ভিন্নমতাবলম্বী সাংবাদিকের ভাগ্যে কি ঘটেছে তা জানা সম্ভব হয়। শনিবার অভিযোগ করা হয়েছে যে, সাংবাদিক খাশাগজিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে। পরে তার মৃতদেহ অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলে রবিবার এক কর্মকর্তা জানিয়েছেন। খবর গার্ডিয়ানের। তাদের বিশ্বাসের ভিত্তি ছিল পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের তদন্ত। যা তারা নিরপত্তা ক্যামেরা ফুটেজ ও কনস্যুলেটের ভেতরে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রবিবার সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি খাশাগজির অন্তর্ধানে ক্ষুব্ধ। পাশাপাশি তিনি তদন্তের ফল জানার অপেক্ষায় রয়েছেন। এরদোগানের কথায় দেরিতে হলেও এ ঘটনায় কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। এর আগে এরদোগানের এক উপদেষ্টা ইয়াসিন আকতে তুর্কি সিএনএনকে জানিয়েছেন, সেখানে একটি স্পষ্ট তথ্য রয়েছে যে এটি একটি অমীমাংসিত ঘটনা। যদি তারা মনে করে যে এই তুরস্ক ১৯৯০ সালের তুরস্ক তাহলে তারা ভুল করবে। সৌদি সাংবাদিকের এক বন্ধু জানিয়েছেন, সম্প্রতি খাশাগজি সৌদি কর্মকর্তাদের কাছ থেকে নিজের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা পেয়েছেন।
×