ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমডি খুঁজছে বেসিক ব্যাংক

প্রকাশিত: ০৬:৫২, ৮ অক্টোবর ২০১৮

 এমডি খুঁজছে বেসিক ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বেসিক ব্যাংক লিমিটেড। রবিবার বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে আবেদন চেয়েছে ব্যাংকটি। এমডি নিয়োগে গঠিত সার্চ কমিটির আহ্বায়ক বরাবর আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে ২২ অক্টোবরের মধ্যে। জানতে চাইলে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য আমরা জোরালো চেষ্টা করে যাচ্ছি। নতুন এমডি নিয়োগে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সময় নির্ধারণ করে এমডি পদে যোগ্য, অভিজ্ঞদের থেকে আবেদন প্রত্যাশা করছে। সেখান থেকে যাচাই বাছাই করে এমন একজন নিয়োগ দেয়া হবে যিনি ব্যাংকটিকে আন্তরিকভাবে ভালবাসবেন। ব্যাংকটির যাতে উন্নতি হয় সেই চেষ্টা করবেন। গত ১৪ আগস্ট সরে যান ব্যাংকের বর্তমান এমডি মোহাম্মদ আউয়াল খান। গতবছরের অক্টোবরে সরকার তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। তার মেয়াদ ছিল ২০১৯ সালের নবেম্বর মাস পর্যন্ত। তবে পরিচালনা পর্ষদ নতুন এমডি নিয়োগের আগ পর্যন্ত তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছে। নতুন এমডি নিয়োগে যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ১৫ বছরের ব্যাংকিং চাকরি জীবন হতে হবে। আর এমডি কিংবা তারে পূর্ববর্তী পদে নূন্যতম ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৬০ বছর। জানা গেছে, গতকাল রবিবারই একটি বেসরকারী ব্যাংকের সাবেক এমডি আবেদন করেছেন।
×