ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার পালুতে এখনও ৫ হাজার লোক নিখোঁজ

প্রকাশিত: ০৪:৪০, ৮ অক্টোবর ২০১৮

  ইন্দোনেশিয়ার পালুতে এখনও ৫ হাজার লোক নিখোঁজ

ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসলির শহর পালুর ওপর দিয়ে ভূমিকম্প ও সুনামি বয়ে যাওয়ার এক সপ্তাহের বেশি সময় পরও শহরের মারাত্মক ক্ষতিগ্রস্ত দুটি এলাকায় প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। এক কর্মকর্তা রবিবার এ কথা বলেছেন। খবর এএফপির। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বলেছে শহরের পেতোবো ও বালারোয়ায় স্থানীয় প্রধানদের হিসেবে নিখোঁজদের এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। দুর্যোগে পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত ১ হাজার ৭শ’ ৬৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগরোজো রবিবার সাংবাদিকদের বলেছেন, ৫ হাজার লোকের এখনও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, নিহত ও নিখোঁজ মানুষের সঠিক সংখ্যা জানা কঠিন। কারণ, এদের অনেকেই পাহাড়ের কাদা ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। ভূমিকম্প ও সুনামির কয়েক দিন পর দুর্যোগকবলিত পালুর ২ লাখ লোকের জন্য রবিবার অতি প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পৌঁছেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিমান বোঝাই খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য। শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১ হাজার ৬শ’ ৪৯ জনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর ৮২ হাজারের বেশি সদস্য বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবক জনগণের দুর্ভোগ লাঘবে ও পরিস্থিতি স্বাভাবিককরণের কাজে নিয়োজিত রয়েছেন। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ত্রাণ এসে পৌঁছেছে পালুতে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে শহরের অবকাঠামো ভেঙ্গে পড়ায় ত্রাণ বিতরণ কঠিন হয়ে পড়েছে। ত্রাণকর্মীদের জন্য হাজার হাজার লোক দুর্যোগে গৃহহীন হয়ে শহরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। অনেকেই অবস্থান করছে তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়ির বাইরে অথবা অস্থায়ীভাবে তৈরি শিবিরগুলোতে।
×