ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে সুপ্রীমকোর্টের বিচারক হচ্ছেন কাভানা

প্রকাশিত: ০৬:০৪, ৭ অক্টোবর ২০১৮

অবশেষে সুপ্রীমকোর্টের বিচারক হচ্ছেন কাভানা

যৌন নিপীড়নের অভিযোগ উঠার পরও যুক্তরাষ্ট্রে ব্রেট কাভানার সুপ্রীম কোর্টের বিচারক হওয়া এখন অনেকটাই সময়ের বিষয়। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী কাভানাকে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগে সিনেটে ভোট হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এত বিতর্কের পর সিনেট হয়ত তার নিয়োগের বিপক্ষে ভোট দেবে। তবে সবাইকে অবাক করে দিয়ে ৫১-৪৯ ভোটে কাভানার পক্ষে রায় যায়। আরও আশ্চর্যের বিষয় এই যে, ডেমোক্র্যাটদের একজন সিনেটর কাভানার পক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির। কাভানার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টাইন ব্লেসি ফোর্ডকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর এর তদন্ত করে এফবিআই সিনেটের কাছে প্রতিবেদন জমা দেয়। এর প্রেক্ষিতে শুক্রবার সিনেটে ভোট হয়। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও ডেমোক্র্যাটদের সিনেটর জো মানচিন এর আগে কাভানার বিরুদ্ধে কথা বলেছিলেন। তবে শুক্রবার তারা দুইজনই কাভানার পক্ষে ভোট দিয়েছেন। এর পর তাদের বিরুদ্ধে তিরস্কারসূচক স্লোগান দেন পার্লামেন্টের বাইরে অবস্থানরত কাভানার নিয়োগ বিরোধীরা।
×