ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে শেষ হয়ে যাবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪৩, ৭ অক্টোবর ২০১৮

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে শেষ হয়ে যাবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৬ অক্টোবর ॥ সত্তরের নির্বাচনের পূর্বে মওলানা ভাসানী বলেছিলেন, ভোটের বাক্সে লাথি মা-র বাংলাদেশ স্বাধীন কর। ভাসানীর দল সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ভাসানীর দল সত্তরের নির্বাচনে অংশগ্রহণ না করে যেভাবে শেষ হয়ে গেছে তেমনি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে শেষ হয়ে যাবে। শনিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় এনভয় টেক্সটাইল মিলের অডিও ভিজুয়্যাল অডিটোরিয়াম উদ্বোধনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মেদ প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এনভয় টেক্সটাইল লিঃ এর অডিও ভিজুয়াল অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পনির চেয়ারম্যান প্রকৌশলী কুতুব উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, বাণিজ্য মন্ত্রীর ছেলে মাঈল হাসান বিপ্লব, এনভয় টেক্সটাইল লিঃ এর পরিচালক তানভীর আহম্মেদ, এনভয় টেক্সটাইল লিঃ প্রশাসনিক প্রধান হামিমুর রহমান। এর আগে মন্ত্রী এনভয় টেক্সটাইল লিঃ কোম্পানির বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। পরিবেশবান্ধব এ কোম্পনির কার্যক্রম দেখে তিনি প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমার সময়ই বঙ্গবন্ধুর কথা মনে পড়ে। তিনি আজ টুঙ্গিপাড়া ঘুমিয়ে আছেন। তিনি দুটি জিনিসের স্বপ্ন দেখে ছিলেন একটি হলো বাংলাদেশের স্বাধীনতা অপরটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ। যা আজ বাস্তবায়ন হতে যাচ্ছে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
×