ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী

প্রকাশিত: ০৪:৩৫, ২ অক্টোবর ২০১৮

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী

স্টাফ রিপোর্টার ॥ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ খেতাব জয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৮ ডিসেম্বরে চীনের সানাইয়ে শুরু হতে যাওয়া ৬৮তম মিস ওয়ার্ল্ডের মূল আসরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। শুধু বাইরের সৌন্দর্য নয় খোঁজা হয়েছিল মেধাও। এই দুইয়ের সমন্বয়ে হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ঐশী এ খেতাব অর্জন করেছেন। রবিবার রাত ১১-৫৫ মিনিটে ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রান্ড ফাইনালে আয়োজনে তার নাম ঘোষণা করা হয়। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসরে প্রথম রানার আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা। এই আয়োজনে মিস ট্রেন্ডি হয়েছেন স্মিতা টুম্পা বাড়ৈ, মিস বিহেবিয়র আফরিন সুলতানা লাবণী, মিস ইন্টেলিজেন্ট নিশাত নাওয়ার সালওয়া, ফ্যাশন রানওয়ে হয়েছেন মনজিরা তিশা, মিস ফটোজেনিক জান্নাতুল মাওয়া, মিস ট্যালেন্ডেড নাজিবা বুশরা, বেস্ট পার্সোনালিটি শিরীন শিলা, মিস স্পোর্টস ইশরাত জাহান সাবরিন, বেস্ট এ্যাপেয়ারেন্স জান্নাতুল ফেরদৌস ঐশী, মিস স্মাইল হয়েছেন সুমনা নাথ অনন্যা। শনিবার সন্ধ্যায় অন্তর শোবিজ আয়োজিত ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন মিলনায়তনে। এতে সেরা হওয়ার লড়াইয়ে নিজেদের প্রতিভার স্মারক তুলে দেন সেরা ১০ সুন্দরী। যাদের মধ্যে ছিলেনÑ নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। পরে সেখান থেকে র‌্যাম্প ও বিচারকদের প্রশ্ন উত্তর পর্ব শেষে জান্নাতুল মাওয়া, নাজিবা বুশরা, জান্নাতুল ফেরেদৗস ঐশী, ইশরাত জাহান সাবরিন, নিশাত নাওয়ার সালওয়াকে সেরা পাঁচে নির্বাচিত করা হয়। গ্রান্ড ফিনালের আয়োজনে গানের সঙ্গে একটি নৃত্যপরিবেশনায় অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ^াস। সঙ্গীত পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পী মিনার।
×