ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ সামাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’

প্রকাশিত: ০৭:০৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

শেখ সামাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’

স্টাফ রিপোর্টার ॥ পরিচালক শেখ সামাদ এবার ‘টাইম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি তার নির্মিত দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়া মাহমুদ, আমিনুল হক আমিন, রাবেয়া মেহজাবীন, সেলিম রেজা, শ্রাবণী, প্রমি, শাহদৌলা দিপু, শংকর বধু, আসলাম রাজ প্রমুখ। শাহী ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন লাল মোহাম্মদ।‘টাইম’ একটি বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। যে ঘটনায় উঠে আসে মধ্যবিত্ত পরিবারের কন্যা রিতার গল্প। রিতা পড়ালেখায় খুব ভাল। তার সাধনা পড়ালেখার মাধ্যমে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। তাই তো সে বিসিএস পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে। একদিন সে বিসিএস পরীক্ষা দেয়ার জন্য মামার সঙ্গে ঢাকায় আসে। মামার উদাসীনতায় এবং খামখেয়ালিপনায় বিসিএস পরীক্ষার কেন্দ্র ভুল করে। এভাবে কেন্দ্র খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যায়। অবশেষে যখন পরীক্ষার কেন্দ্র খুঁজে পায় তখন মূল গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গেটে দাঁড়িয়েই আহাজারি করে মেয়েটি। এভাবেই এগিয়ে যায় ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প। পরিচালক শেখ সামাদ জানান, ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে একটি গান আছে। গানটি গেয়েছেন বিপাশা। আর সুর দিয়েছেন প্লাবন চৌধুরী। তিনি আশা করছেন ‘টাইম’ চলচ্চিত্রটিও দর্শক মন ছুঁয়ে যাবে। চলচ্চিত্রটি শীঘ্রই যে কোন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। ১৮ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি সাবটাইটেল সংযুক্ত করে আন্তর্জাতিক উৎসবেও পাঠানো হবে বলে জানান তিনি। প্রসঙ্গত পরিচালক শেখ সামাদে এর আগে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিয়ে ‘আর কত দূর’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটি দর্শকের মনে দাগ কেটেছিল।
×