ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের তুরাগে নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরের তুরাগে নৌকাবাইচ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় তুরাগ নদীতে শনিবার বিকেলে নৌকাবাইচ ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নিউ মির্জাপুর ক্লাব লিমিটেডের উদ্যোগে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুসল্লি। গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, সম্পাদক মোঃ মুরাদ কবির প্রমুখ। গলাচিপা সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দু’টি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণীর শিক্ষার্থী রিয়ামনি ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত নবম শ্রেণীর শিক্ষার্থী মারুফা ও সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে পশ্চিম রতনদী-তালতলী মাধ্যমিক বিদ্যালয় ছুটির পর রিয়ামনি, মারুফা ও সুলতানা অটোরিক্সায় বাড়ি যাচ্ছিল। এ সময় আরেকটি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ড্রাইভার সবুজ নিয়ন্ত্রণ হারায়। কুমিল্লা নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, চৌদ্দগ্রামে শনিবার বিকেলে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় উম্মে মারজান ঝুমা (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ‘গ’ শাখার ছাত্রী এবং চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের সোহাগের মেয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
×