ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন অভিনেতা বিল কসবির কারাদণ্ড

প্রকাশিত: ০৬:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৮

মার্কিন অভিনেতা বিল কসবির কারাদণ্ড

যৌন হেনেস্তার দায়ে যুক্তরাষ্ট্রের ৮১ বছর বয়সী কমেডিয়ান বিল কসবিকে ১০ বছরের কারাদ- দিয়েছে পেনসিলভানিয়ার আদালত। বিচারক কসবিকে সহিংস যৌন শিকারী হিসেবেও শ্রেণীভুক্ত করেছেন, ফলে তাকে বাকি জীবন কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং যৌন অপরাধীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে। বিবিসি। কিছু বলার থাকলে তিনি তা বলতে পারেন, আদালতের এমন প্রস্তাব সত্ত্বেও কোন বিবৃতি দিতে রাজি হননি কসবি। তার এক সময়ের বন্ধু টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসক আন্দ্রে কনস্ট্যান্ডকে মাদকদ্রব্য সেবন করানো ও যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এপ্রিলে যৌন হেনস্তার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন কসবি। ২০০৪ সালে কসবির ফিলাডেলফিয়ার বাড়িতে যৌন হেনস্তার ওই ঘটনাগুলো ঘটেছিল। আদালতের রায় অনুযায়ী, কসবিকে অবশ্যই তিন বছর পেনসিলভানিয়ার কারাগারে থাকতে হবে, তারপর জামিনে মুক্তি পাওয়ারযোগ্য হয়ে উঠবেন তিনি। তা সত্ত্বেও তাকে দশ বছর কারাবাস করতে হতে পারে। আদালতের এই রায়ের বিরুদ্ধে কসবির আইনজীবীরা আপীল করবেন বলে জানিয়েছেন। আপীল চলার সময় কসবিকে জামিনে মুক্তি দেয়ার আবেদন করেছিলেন তারা। কিন্তু আদালত কসবির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কসবিকে হাতকড়া ও শিকল পরিয়ে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রজুড়ে যৌন হেনস্তাবিরোধী ‘#মিটু’ আন্দোলন শুরু হওয়ার পর এ অপরাধে দোষী সাব্যস্ত প্রথম সেলিব্রেটি কসবি।
×