ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কন্টেনার টার্মিনাল পরিচালনায় আবারও অপারেটর নিয়োগ হচ্ছে

প্রকাশিত: ০৭:০৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

কন্টেনার টার্মিনাল পরিচালনায় আবারও অপারেটর নিয়োগ হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চিটাগং কন্টেনার টার্মিনালে (সিসিটি) আবারও অপারেটর নিয়োগ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। যা জমা দেয়ার শেষদিন ২৪ সেপ্টেম্বর। তবে অভিযোগ উঠেছে, দরপত্রের শর্ত এমনভাবে ঠিক করা হয়েছে, যেন বিশেষ কোন প্রতিষ্ঠান কাজ পায়। তাই, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার মাধ্যমে করার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। দরপত্রে বলা হয়, চট্টগ্রাম বা অন্য কোন বন্দরে কর্মরত বা অভিজ্ঞ টার্মিনাল অপারেটররাই এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। উল্লেখ নেই বার্থ অপারেটরের কথা। যদিও আগেরবার দুই ধরনের প্রতিষ্ঠানই দরপত্রে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল। তাছাড়া অতীতে একাধিক প্রতিষ্ঠান যৌথভবে অংশ নেয়ার সুযোগ পেলেও এবার যে কোন প্রতিষ্ঠানকে এককভাবেই দর দিতে হবে। এছাড়াও আগে দেশী-বিদেশী সবার জন্য উন্মুক্ত থাকলেও এবার কেবল দেশী প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। গেল মে মাসে বন্দরের কর্মবিধি সংশোধন করা হয়। যাতে আলাদাভাবে বার্থ এবং টার্মিনাল অপারেটরের সংজ্ঞা নিরূপণ করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলছেন, ‘বার্থ হচ্ছে একটি জাহাজ ভেড়ার স্থান। আর কয়েকটি বার্থ মিলেই হয় টার্মিনাল। যা পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে মূলত সিসিটিতে কর্মরত সাইফ পাওয়ারটেকেরই।’ তবে সব অভিযোগ অস্বীকার করেছেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রুহুল আমিন। সিসিটির পর এনসিটির অপারেটর নিয়োগেরও প্রক্রিয়া চলছে। এক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখার তাগিদ বন্দর সংশ্লিষ্টদের। ডিএসইর পিই রেশিও কমেছে অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যানুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.২০ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৪২ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।
×