ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হাসিনা ও মোদির জন্মদিনের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

হাসিনা ও মোদির জন্মদিনের শুভেচ্ছা বিনিময়

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে জ্বালানি সরবরাহের পাইপলাইন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের নেতা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইনের নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। খবর ওয়েবসাইটের। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ছিল। অনুষ্ঠানে একথা উল্লেখ করে হিন্দিতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজী, আপকো (আপনাকে) ধন্যবাদ। কাল আপকা জনমদিন থে (গতকাল আপনার জন্মদিন ছিল), জনমদিন মোবারক হো (জন্মদিনের শুভেচ্ছা নেবেন)। অর আপ দীর্ঘজীবী হো (আপনি দীর্ঘজীবী হোন)। শেখ হাসিনার বক্তব্য শেষে নরেন্দ্র মোদি নিজের বক্তব্য রাখার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে ১০ দিন আগেই আগাম শুভেচ্ছা জানান।
×