ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদে দুটি বিল পাস

প্রকাশিত: ০৭:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় সংসদে দুটি বিল পাস

সংসদ রিপোর্টার \ জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিলসহ সোমবার জাতীয় সংসদে মোট দুটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে। অপর বিলটি হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং ধর্ম বিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিল দুটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এছাড়া সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) বিল-১৮ নামে নতুন একটি বিল সংসদে উত্থাপন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলীতে বিল দুটির ওপর বিরোধী দলের কয়েক এমপি জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাব আনলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পাসকৃত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিলের উদ্দেশে ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, একাডেমির প্রধান নির্বাহী সরকারের একজন সচিব। একাডেমির প্রতিষ্ঠালগ্নে যে উদ্দেশে বা কার্যাবলী ছিল বর্তমানে তা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে একাডেমিতে গবেষণা ও প্রকাশনা নামে একটি নতুন শাখা খোলা হয়েছে। তাই একাডেমির জন্য একটি পৃথক আইন হওয়া সমীচীন। পাসকৃত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় কল্যাণ সাধনসহ সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সালে দ্য হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স, ১৯৮৩ জারি করা হয়। অর্ডিন্যান্সটিকে আইনে পরিণত করতে এবং এটি সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলা ভাষায় প্রণীত নতুন আইন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ শীর্ষক এই বিলটি আনা হয়েছে।
×