ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির আপীল

খন্দকার মাহবুবসহ ৬ আইনজীবীর জামিন, আমীর খসরুকে দুদকে যেতেই হবে

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

খন্দকার মাহবুবসহ ৬ আইনজীবীর জামিন, আমীর খসরুকে দুদকে যেতেই হবে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ১১ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপিপন্থী ৬ আইনজীবীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে হাজির হওয়ার নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট খারিজের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের বিষয়ে কোন আদেশ দেননি (নো অর্ডার) আপীল বিভাগের চেম্বারজজ আদালত। এর ফলে আমীর খসরুকে দুদক কার্যালয়ে উপস্থিত হতেই হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অন্যদিকে আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশনের জন্য হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপীল করতে বলেছে। সোমবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুদকে উপস্থিত হতেই হবে আমীর খসরুকে ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে হাজির হওয়ার নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট খারিজের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের বিষয়ে কোন আদেশ দেননি (নো অর্ডার) আপীল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেছিলেন, হাইকোর্ট আগামী ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই নির্দেশনা কার্যকর করতে বলেছেন।
×