ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৪ তরুণীসহ ৬ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 বগুড়ায় ৪ তরুণীসহ  ৬ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার সকালে শহরের কয়েকটি অভিজাত ফ্লাটে অভিযান চালিয়ে ২১শ’ পিস ইয়াবা উদ্ধার ও ৪ তরুণীসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার হয়েছে। এই তরুণীরা আপন ৪ বোন। তাদের বাড়ি নওগাঁ জেলায়। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন স্থানে ফ্লাট ভাড়া নিয়ে ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতরা হলো-লাবনী, মরিয়ম আক্তার নিপু, শিমু, মনিকা, লোকমান হোসেন ও নাইমুল হাসান শান্ত। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে, শহরের অভিজাত বহুতল বিশিষ্ট ৩টি হাউজিং সোসাইটির কয়েকটি ফ্লাটে সকালে ডিবি পুলিশ এই অভিযান চালায়। হাউজিং সোসাইটিগুলো হলো- কমফোর্ট হাউজিং, বিকর্ন টাওয়ার ও দেওয়ান টাওয়ার। শহরের জলেশ্বরীতলী সূত্রাপুর ও গোহাইল রোডের পাশে এসব অভিজাত ফ্লাট অবস্থিত। গ্রেফতারকৃত তরুণীরা তাদের সঙ্গীদের নিয়ে এসব সোসাইটির ফ্লাট উচ্চ মূল্যে ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। ইয়াবাসেবীরা নির্বিঘেœ এসব ফ্লাটে এসে ইয়াবা নিয়ে যেত। অনেক সময় ক্রেতারা সোসাইটির সামনে এসে ইয়াবা নেয়ার জন্য দাঁড়িয়ে মোবাইলে ফ্লাটে অবস্থানরত তরুণী বা তাদের সঙ্গীদের জানাত। এরপর ফ্লাট থেকে নিচে নেমে এসে ইয়াবা সরবরাহ করা হতো। অনেক মাদকসেবী আবার ফ্লাটে এসেই ইয়াবা নিয়ে যেত। অনেক সময় ফ্লাটেই ইয়াবা সেবন চলত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে গ্রেফতারকৃতরা একটি শক্তিশালী মাদক নেটওয়ার্কের সদস্য। . নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। রবিবার বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ জানান শনিবার সন্ধ্যায় শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় বিভিন্ন স্থান হতে চার মাদকসেবীকে আটক করে। রাতেই ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা আটককৃতদের মধ্যে শহরে নিউবাবুপাড়ার নবীন ইসলামকে দশ দিনের বিনাশ্রম কারাদ- ও সওদাগড়পাড়ার মাসুদ রানা, প্রগতিপাড়ার সনি ইসলাম এবং ফায়ার সার্ভিস লেনের নকীর চৌধুরীকে পাঁচ হাজার টাকা করে জরিমানার সাজা দেন। . টেকনাফ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে। রবিবার বিকেলে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের একটি দল হ্নীলার লেদা টাওয়ারস্থ বাজারে এ অভিযান চালায়। ইয়াবাসহ আটক রোহিঙ্গারা হচ্ছে- টেকনাফের আশ্রয় শিবির লেদা নতুন বস্তির এ ব্লকের আসাদুল্লাহ ও নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের আব্দুর রহিম। তাদের দেহ তল্লাশি করে ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার ইয়াবা, ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা পাওয়া যায় বলে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।
×