ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু একাডেমিতে জাপানিজ মিউজিক কনসার্ট

প্রকাশিত: ০৭:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

শিশু একাডেমিতে জাপানিজ মিউজিক কনসার্ট

সংস্কৃতি ডেস্ক ॥ নন্দিত বাদ্যযন্ত্র শিল্পী ও গায়িকা সুমিয়ে কানেকো পরিবেশনায় অনুষ্ঠিত হলো জাপানিজ ট্র্যাডিশনাল মিউজিক কনসার্ট। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ যন্ত্রসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুমিয়ে কানেকো জাপানিজ কোটো এবং শ্যামিসেন বাজিয়ে শোনান এবং তার নিজের লেখা গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে জাপানের ফুকুওকায় ২০১৭ এবং ২০১৮ সালে এশীয় প্যাসিফিক চিলড্রেন কনভেনশন (এপিসিসি) এ অংশগ্রহণকারী জুনিয়র এম্বাসেডর দল দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে জাপান দূতাবাসের কাউন্সিলার ইয়াসুহারু শিনতো, হেড অব কালচার মাচিকো ইয়ামামুরা, বাংলাদেশ শিশু একামেডির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং পরিচালক ও শিশু সাহিত্যিক আনজীর লিটন উপস্থিত ছিলেন। সেলিনা হোসেন শিশুদের উদ্দেশে বলেন, এটি জাপানের ঐতিহ্য ও কালচার সম্পর্কে আমাদের জানার একটা সুযোগ। এটা তোমাদের জন্য একটা বিরল সৌভাগ্যের বিষয়। তোমরা অবশ্যই জাপানিজ মিউজিক থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করবে। ইয়াসুহারু শিনতো বলেন, জাপানিজ মিউজিক একটু অন্যরকম লাগতে পারে। তবে মনযোগ সহকারে শুনলে বোঝা যাবে বাংলাদেশী মিউজিকের সঙ্গেও মিল রয়েছে। আমি বিশ্বাস করি যে মিউজিক ভালবাসে সে অবশ্যই বন্ধুত্বপূর্ণ।
×