ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএস বাংলার বিমান বহরে দুটি বোয়িং যোগ হচ্ছে

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ইউএস বাংলার বিমান বহরে দুটি বোয়িং যোগ হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে আগামী নবেম্বরে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট সংযোজিত হতে যাচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ১৬৪ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৬ আসনের তিনটি ড্যাশ ৮-কিউ-৪০০ সহ মোট সাতটি এয়ারক্র্যাফট রয়েছে। বর্তমানে সংযোজনের অপেক্ষায় থাকা নতুন দুটি বোয়িং ৭৩৭-৮০০ এ ৮টি বিজনেস ক্লাস ও ১৫৯টি ইকনোমিক ক্লাসের আসনসহ মোট ১৬৭টি আসন রয়েছে। শনিবার ইউএস বাংলার মুখপাত্র কামরুল ইসলাম সাংবাদিকদেরকে জানান-নবেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহে পর্যায়ক্রমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পঞ্চম ও ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে। নতুন বোয়িং ইউএস-বাংলার বহরে যুক্ত হতে যাওয়ায় অধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সহজ হবে। এছাড়া বর্তমানে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা। ১৭ জুলাই ২০১৪ দ্রুতগতি সম্পন্ন দুটি ড্যাশ ৮-কিউ-৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। এয়ারলাইন্সটি সপ্তাহে প্রায় ৩০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।
×