ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলামিক ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স

মুক্তিযুদ্ধ ও ইসলামী ভাবধারার ১৫ দলের জোট হলো

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধ ও ইসলামী ভাবধারার ১৫ দলের জোট হলো

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও ইসলামী ভাবধারার ১৫টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে ‘ইসলামিক ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স’ (আইডিএ) গঠিত হয়েছে। এ জোটের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়াল। শনিবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেয়া হয়। এ জোটের ১৫টি দল হচ্ছেÑ মিছবাহুর রহমান চৌধুরীর বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, এমএ আউয়ালের বাংলাদেশ তরিকত ফেডারেশন, নুরুল ইসলাম খানের গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, এমএ রশিদ প্রধানের বাংলাদেশ ইসলামিক পার্টি, হাসরত খান ভাষানীর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ (ভাষানী গ্রুপ), রুমা আলীর বাংলাদেশ ডেমোক্র্যাটিক ফ্রন্ট, মাওলানা শাহ মোস্তাকিম বিল্লাহ ছিদ্দিকীর বাংলাদেশ জমিয়তে দারুসসুন্নাহ, মাওলানা হারিছুল হকের বাংলাদেশ ইসলামী ডেমোক্র্যাটিক ফোরাম, হাকিম গোলাম মোস্তফার বাংলাদেশ গণ কাফেলা, মুফতি ফখরুল ইসলামের বাংলাদেশ জনসেবা আন্দোলন, কাজী মাসুদ আহমদের বাংলাদেশ পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, রেজাউল করিম চৌধুরীর বাংলাদেশ ইসলামী পেশাজীবী পরিষদ, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুলের ইসলামী ইউনিয়ন বাংলাদেশ, খাজা মহিবুলাহ শান্তিপুরীর বাংলাদেশ মানবাধিকার আন্দোলন ও আব্দুলাহ জিয়ার ন্যাশনাল লেবার পার্টি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামিক ডেমোক্র্যাটিক এ্যালায়েন্সের মুখপাত্র এমএ আউয়াল বলেন, এই জোট প্রতিষ্ঠার লক্ষ্য সুদূরপ্রসারী। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় গণসমাবেশ করে জোটের কর্মসূচী দেশবাসীকে জানাব। এর আগেই দেশপ্রেমিক দল ও বিখ্যাত আলেম এবং ইসলামী চিন্তাবিদরা এই জোটে যোগদান করবেন। জোটে অন্তর্ভুক্ত অনিবন্ধন দল প্রসঙ্গে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, জোটের অন্তর্ভুক্ত দলগুলো এরই মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে। নির্বাচনের আগে আশা করি নিবন্ধন পাব। এ জোটের মূল উদ্দেশ্য হলোÑ সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, সরকারের ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মহাজোটের ভেতরে বা বাহিরে থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে আরও শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে তার পক্ষে ব্যাপক গণসমর্থন সৃষ্টি করা। ১/১১ এর কুশলী এবং মহান ইসলামের বিকৃতিকারী ফ্যাসিস্ট জামায়াতীদের বিরুদ্ধে ও বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা, দুর্নীতিবাজ রাঘব বোয়াল ও সরকারী কর্মকর্তাদের প্রমাণসহ তালিকা প্রস্তুত করে জনসম্মুখে প্রকাশ করা। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জোটগত কৌশল সম্পর্কে জনকণ্ঠের এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে নিজেদের মধ্যে সমঝোতাভিত্তিক অবস্থানে পৌঁছাতে কাজ করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই দলগুলো একটি নির্বাচনী জোটের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের আনুকূল্য লাভে আগ্রহী। নির্বাচনকে সামনে রেখে জোট হলেও সামনের দিকে আলাপ-আলোচনার মাধ্যমে সামনের দিনের কর্মকা- নির্ধারিত হবে।
×