ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ বছরের মধ্যে সবচেয়ে চাপে পড়েছে তুর্কী লিরা

প্রকাশিত: ০৬:২৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

১৫ বছরের মধ্যে সবচেয়ে চাপে পড়েছে তুর্কী লিরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম হারে মূল্যস্ফীতি বৃদ্ধিতে চাপে পড়েছে তুর্কী লিরা। এ থেকে উত্তরণে আগামী সপ্তাহে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসে তুরস্কের ভোক্তা মূল্যসূচক, সিপিআই দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ। যা আগের মাসে ছিল ১৫ দশমিক ৯০ শতাংশ। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউট জানায়, দুর্বল লিরার কারণে যোগাযোগ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন প্রকাশের পর কেন্দ্রীয় ব্যাংক জানায়, মূল্য স্থিতিশীলতায় মারাত্মক ঝুঁকির ইঙ্গিত থাকায় পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আগামী ১৩ সেপ্টেম্বরের পলিসি মিটিংয়ে সুদের হার বাড়াতে পারে সংস্থাটি। ঢাকা স্কুল অব ইকোনমিকসে সেমিনার অনুষ্ঠিত অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামসমূহের আওতায় ‘উদ্যোক্তা অর্থনীতির বিকাশে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশের ভূমিকা’ শিরোনামে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং মিসেস রুবিনা হুসাইন ফারুক, প্রেসিডেন্ট, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ট্রেইনার্স ইন হসপিটালিটি, ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ।
×