ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ড প্রাপ্ত পটুয়াখালীর ৩ আসামির আপীল

প্রকাশিত: ০৬:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৮

মৃত্যুদণ্ড প্রাপ্ত পটুয়াখালীর ৩ আসামির আপীল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর তিন আসামি খালাস চেয়ে আপীল আবেদন করেছেন। আপীলকারীরা হলো- আব্দুল গনি, মোঃ আউয়াল ও সোলায়মান মৃধা। বুধবার সকালে তাদের পক্ষে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপীল করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। আপীলে এ্যাডভোকেট অন রেকর্ড এ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন। আপীল ৭৫ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে সর্বমোট ৫৫৬ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে। গত ১৩ আগস্ট পটুয়াখালীর পাঁচজনকে মৃত্যুদ- ঘোষণা করে রায় প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলো- মোঃ ইসহাক সিকদার, আব্দুল গনি, মোঃ আউয়াল, আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা। রায় ঘোষণার এক মাসের মধ্যে আপীল করার বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। তাই এক মাসের মাথায় এ আপীল দায়ের করা হয়েছে।
×