ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদিবাসী কোটা বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

আদিবাসী কোটা বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারী চাকরি ও উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বহাল ও সংরক্ষণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ। সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর গণকপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজারের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদের জন্য সরকারী চাকরি ও উচ্চ শিক্ষার কোটা বহাল ও সংরক্ষণ করতে হবে। কোটা পর্যালোচনা কমিটির পক্ষে মন্ত্রিপরিষদ সচিবের আদিবাসীদের জন্য কোটা বাতিলের সুপারিশ ও বক্তব্যের তীব্র নিন্দাও জানানো হয় সমাবেশ থেকে। এছাড়া আদিবাসীদের সংরক্ষিত কোটার সঠিক বাস্তবায়ন না থাকারও প্রতিবাদ করা হয়। সমাবেশ থেকে আদিবাসীদের এগিয়ে নিতে শিক্ষা নিশ্চিত এবং কর্মসংস্থানের জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা চালু রয়েছে। সমাবেশে আদিবাসীদের শিক্ষার মানোন্নয়ন করে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আদিবাসীদের সংরক্ষিত কোটা বহাল রাখার দাবি জানান বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, হুরেন মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতি ভূষণ মাহাতো প্রমুখ বক্তব্য রাখেন। নাটোর নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, সিংড়া ও বড়াইগ্রামে সরকারী চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা বহাল রাখা এবং সমতলের আদিবাসীদের জন্য আদিবাসী মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় গঠনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সিংড়া উপজেলা চত্বরে আদিবাসী ছাত্র পরিষদ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচী শতশত আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে পরিতোষ কুমার উরাওয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি উৎপল কুমার টপ্য, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রঘুনাথ এক্কা, যুব পরিষদের সভাপতি লিটন কুমার এক্কাসহ অন্যরা। অন্যদিকে, বড়াইগ্রামে একই দাবিতে সোমবার দুপুর ১২টায় উপজেলার বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে আদিবাসী জনগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা অংশ নেন।
×