ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ

প্রকাশিত: ০৬:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৮

   পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নামধারীদের কবল থেকে সাংবাদিকতাকে রক্ষা করতে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সমাজে নামধারী সাংবাদিকদের দৌরাত্ম্য কমে আসবে। পাশাপাশি শক্তিশালী করতে হবে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে। রবিবার বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন ফর কনজুমার্স এ্যান্ড ইনভেস্টরস’র (বিজেএফসিআই) বার্ষিক সভায় এ কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকতা এখন সঙ্কটে আছে। প্রকৃত পেশাদার সাংবাদিকদের উচিত ঐক্যের মাধ্যমে সমাজে যথাযথ ভূমিকা পালন করতে একসঙ্গে কাজ করা। একই সঙ্গে সাংবাদিকদের দক্ষতা ও আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সমাজকে এগিয়ে আসতে হবে। পেশাগত সাংবাদিকদের সমাজের জন্য ভাল কাজ করা উচিত। বিজেএফসিআইয়ের বার্ষিক সভায় একটি ন্যায্য আর্থিক সোসাইটি শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। বিজেএফসিআইর চেয়ারম্যান ও ডেইলি অবজারভারের অর্থনৈতিক সম্পাদক ফারুক আহমেদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম বলেন, দেশে সংবাদকর্মীর সংখ্যা ১০ হাজারের বেশি। এরমধ্যে প্রকৃত সংবাদকর্র্মী কতজন? পুঁজির শক্তি, রাজনৈতিক ও পেশীশক্তি অনেকটা সাংবাদিকদের তাড়া করছে। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়। আসলে কতটা স্বাধীন তা প্রশ্নের মুখে পড়েছে। রাজনৈতিক বিভাজন সাংবাদিকদের অনেকদূর পর্যন্ত নিয়ে গেছে। সাইফুল আলম বলেন, এর থেকে পরিত্রাণ পেতে সাংবাদিকদের ঐক্যের দরকার। পাশাপাশি যৌথ উদ্যোগ দরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি টেনে তিনি বলেন, রবীন্দ্রনাথ বলেছেন, বাঙালী শুরু করতে পারে কিন্তু শেষ করতে পারে না। আমি বলব, বাঙালী অনেক কিছু শেষ করতে পেরেছে। মহান মুক্তিযুদ্ধ শুরু করে শেষ করেছে। এ ধরনের অর্জন আমাদের অনেক আছে। আমি মনে করি, পেশাদার সাংবাদিকদের এই সংগঠন বিজেএফসিআই আজ শুরু করেছে এব্ং এর শেষ হবে একটি আদর্শ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক স্থিতিশীলতা উন্নত করার জন্য বিজেএফসিআই একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে যাত্রা শুরু করেছে। ভাল কাজ কখনই ব্যর্থ হয় না। তাই একটি সুষ্ঠু আর্থিক সমাজ গড়ে তোলার জন্য সকল পেশাদার সাংবাদিককে একসঙ্গে কাজ করতে হবে। বিজেএফসিআইয়ের ফারুক আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে তিনি বলেন, আমাদের একটি সুষ্ঠু আর্থিক সমাজের প্রয়োজন। যেখানে সামাজিক ন্যায়বিচার, ভোক্তা অধিকার সুরক্ষা এবং সমন্বিত বিনিয়োগ অপরিহার্য। ফলে সাংবাদিকতা নীরব হওয়া উচিত নয়। প্রসঙ্গত বিজেএফসিআই মূলত পেশাদার সিনিয়র সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সংগঠন।
×