ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের অভিযোগ

শ্রীপুরের মেয়রসহ দুইজনকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ০৫:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

   শ্রীপুরের মেয়রসহ দুইজনকে কারাগারে প্রেরণ

কোর্ট রিপোর্টার ॥ অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান ও শ্রীপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক আঃ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার আনিছুর রহমান চার মামলায় ও আঃ মান্নান দুই মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খানের আদালতে তাদের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ও কারাগারে পাঠান। আদালত এক মামলায় আনিছুর রহমানকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন, তবে তিন মামলায় জামিন নামঞ্জুর করেন। আরেক আসামি আঃমান্নানের দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। দুদকের পক্ষে রুহুল ইসলাম জামিনের বিরোধিতা করেছিলেন। মামলায় অভিযোগে বলা হয়, ২০১০ সালে আসামিরা শ্রীপুর পৌরসভার অন্তর্গত ৫টি হাট-বাজার থেকে ৭ লাখ ৩৫ হাজার ২শ’ টাকা আত্মসাত করেন। ওই ঘটনায় ২০১৪ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন। অপর তিন মামলার অভিযোগে বলা হয়, পৌরসভার রশিদের মাধ্যমে আদায়কৃত ট্যাক্স ও বিবরণীর ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকা পৌরসভার তহবিলে জমা না করে আত্মসাত করা হয়। ওই ঘটনায় ২০১৫ সালের ২১ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ১২ জুলাই চার্জশীট দাখিল করেন। অন্য দুই মামলায়ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
×