ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পরীক্ষিত শক্তির পক্ষেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব

প্রকাশিত: ০৮:২৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধের পরীক্ষিত শক্তির পক্ষেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেলে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে এক কর্মিসভার আয়োজন করা হয়। কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের চৌদ্দ দলীয় জোট থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মুক্তিযুদ্ধের পরীক্ষিত শক্তির পক্ষেই সম্ভব জাতীয় ঐক্য গড়ে তোলা। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তির সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কর্ম সম্পন্ন করতে সক্ষম হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালীর আত্মপরিচয়ের দুয়ার খুলে দিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তার স্বপ্ন বাস্তবায়নের জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নতুন করে শপথ নিতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই তাদের সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনাকে মূল প্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। ছোটখাটো ভেদাভেদ ভুলে আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তানী ধারায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি নতুনভাবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দারিদ্যমুক্ত সুসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। কাজেই গণতন্ত্রী পার্টির মতো প্রগতিশীল অসাম্প্রদায়িক সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শহীদুল্লাহ শিকদার বলেন, তৃতীয় শক্তি হিসেবে একটি মহল জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। জাতীয় ঐক্যের মূল সূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা। অতীতে যারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের মাধ্যমে কোন জাতি ঐক্যবদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি না। গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ গনি, উৎপল বণিক রেজাউল করিম খান, আঃ করিম, দুর্জয় বর্মণ, সোহাগ প্রমুখ। - বিজ্ঞপ্তি
×