ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে জনতার মুখোমুখি চীফ হুইপ

প্রকাশিত: ০৭:০২, ৬ সেপ্টেম্বর ২০১৮

বাউফলে জনতার মুখোমুখি চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ সেপ্টেম্বর ॥ বিগত পাঁচ বছরে বাউফলে আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কি করেছে আর কি করতে পারেনি তার জবাব দিতে জনতার আদালতে হাজির হয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি। বাউফলের বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে মোটরসাইকেল ড্রাইভার, অটোচালক, রিক্সা-ভ্যানচালক, ব্যবসায়ী, শিক্ষক, অবসরপ্রাপ্ত চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে জবাব দিচ্ছেন। ব্যতিক্রমী এই সভায় তিনি এ কথা জানিয়েছেন। বুধবার সকালে কেশবপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষ মাইক হাতে নিয়ে তাদের এলাকার কি উন্নয়ন হয়েছে আর কি হয়নি সেটা সরাসরি বলছেন। জনগণের প্রাপ্তি এবং প্রত্যাশার কথাগুলো শুনে চীফ হুইপ আসম ফিরোজ বলেন, বাউফলে ৯০ ভাগ বিদ্যুতায়ন হয়েছে। সাড়ে ৭ শ’ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। কোথাও কোন সাঁকো নেই, ব্রিজ, কালভার্ট হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দ্বি-তল, ত্রিতল ভবন হয়েছে। বিজ্ঞানাগার হয়েছে। কম্পিউটার ল্যাব হয়েছে। খেলার মাঠ হয়েছে। মসজিদ মন্দিরগুলো আধুনিকায়ন করাসহ কবরস্থান, শ্মশানঘাট সংস্কার করা হয়েছে। বাউফলে ৪৭টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ৩১ শয্যা থেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়া হচ্ছে। অপরদিকে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে, রফতানি বৃদ্ধি পাচ্ছে। মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে। এর সবগুলোই একমাত্র শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া এবং সাংবাদিক নেতা অতুল চন্দ্র পাল।
×