ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসা-বাণিজ্য সহজ করতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করছে এনবিআর

প্রকাশিত: ০৪:৩৭, ২ সেপ্টেম্বর ২০১৮

ব্যবসা-বাণিজ্য সহজ করতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যবসা-বাণিজ্য সহজ করার লক্ষ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নামের নতুন সেবা প্লাটফর্ম চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। যার আওতায় মুদি দোকানি থেকে আমদানি-রফতানিকারক সব ধরণের সেবা নিতে পারবেন অনলাইন পদ্ধতিতে। এ প্রক্রিয়া এখনকার চেয়ে আমদানি-রফতানিতে গড়ে সময় কম লাগবে অন্তত ৯ দিন। তবে কেবল উদ্যোগই নয় ঠিকঠাকভাবে তা বাস্তবায়নের পরামর্শ ব্যবসায়ীদের। হোম টেক্সটাইল, পাটজাত পণ্য, জুতা, ব্যাগ, কাপড় প্রয়োজনীয় নানা অনুষঙ্গ উৎপাদন করছে এসিক্স নামের বাংলাদেশী এক প্রতিষ্ঠান। স্থানীয় বাজারে যোগানের পাশাপাশি এসব পণ্য রফতানি হচ্ছে ছয়টিরও বেশি দেশে। বছর চারেক আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার আফসানা আসিফ সোমাও সফল হিসেবে পেয়েছেন দেশী বিদেশী নানা স্বীকৃতি। সাফল্যের এই গল্পের শুরুটাও সহজ ছিল না মোটেও ছিল নানা বিড়ম্বনা। ব্যবসার শুরুর অনুমোদনের নানা প্রক্রিয়ায় সোমার মতো বিড়ম্বনা দেশের হাজারও ব্যবসায়ীর। তবে আশার কথা হলো, দেশে ও বিদেশে ব্যবসায়িক কার্যক্রম সহজ করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। করা হচ্ছে সব সেবার একই প্লাটফর্ম, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। যার আওতায় ব্যবসা শুরুর প্রক্রিয়া থেকে আমদানি রফতানি সবই সম্পন্ন হবে একই ছাতার নিচে অনলাইন পদ্ধতিতে। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতরসহ ৩৮টি সংস্থার সমন্বয় করবে এনবিআর। ট্রেড লাইসেন্স, শুল্ক ঘোষণা, আন্তর্জাতিক বাণিজ্য সব ধরনের অনুমোদন সম্পন্ন হবে এই প্লাটফর্মের মাধ্যমে। যা আমদানিতে সময় কমাবে অন্তত ৫ দিন, আর ৪ দিন কমাবে রফতানিতে। এই সেবা নিতে পারবেন দেশের ৩ লাখ ১৯ হাজার ব্যবসায়ী। আগামী দুই বছরের মধ্যেই পাওয়া যাবে সিঙ্গেল উইন্ডোর সবধরনের সেবা।
×