ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী ॥ মাহবুব তালুকদার বিএনপি মনোনীত কমিশনার

যুক্তরাষ্ট্র ও ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে ইভিএম ব্যবহার হচ্ছে

প্রকাশিত: ০৫:৪১, ৩১ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্র ও ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে ইভিএম ব্যবহার হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সারা বিশ্বে এখন যেকোন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাই নির্বাচন কমিশন চাইলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হতে পারে। তিনি বলেন, আমেরিকা ও ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে ইভিএম ব্যবহার হচ্ছে। নির্বাচন কমিশন বলছে, ১০০ আসনে এবার ইভিএম ব্যবহার হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সব কথা বলেন। এর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এশিয়া অঞ্চলের বাণিজ্য বিভাগের সফররত নির্বাহী পরিচালক জেমস গোলসেনের নেতৃত্বে বাণিজ্য বিষয়ক একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। ইভিএম ও আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বর্জন করেছেনÑ এ প্রসঙ্গে সাংবাদিকরা বাণিজ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের সদস্যরা যখন একসঙ্গে বসেন তখন কোন কোন বিষয়ে দ্বিমত হতেই পারে। এটাই যে শেষ তা না। কাজেই এটি নির্বাচন কমিশনের ব্যাপার। তিনি বলেন, আমরা যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলাম, তার মধ্যে বিভিন্ন দল নাম দিয়েছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নাম তো বিএনপি থেকে এসেছিল। কে বিএনপি কে আওয়ামী লীগ নির্বাচন কমিশনার এটা আমরা মনে করি না। আমরা মনে করি সবাই নিরপেক্ষ। তারা নিজ নিজ দক্ষতার ওপর ভিত্তি করেই এখানে যুক্ত হয়েছেন। আমি মনে করি নির্বাচনটা সঠিকভাবেই হবে। নির্বাচনের আগে অনেক কিছু করার চেষ্টা করা হবে। কিন্তু কোনটাই সফল হবে না। ব্যর্থতায় পর্যবসিত হবে। ইভিএম বা নির্বাচন নিয়ে সবকিছুই নির্বাচন কমিশনের এখতিয়ার। বিশ্বের সবদেশেই ইভিএম ব্যবহার হয়। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যের ব্যাপারে আমাদের কোন বিরোধিতা নেই। তবে ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না। সম্প্রতি বি চৌধুরী ও ড. কামাল হোসেন জোট গঠন করেছেন, বিএনপির কিছু নেতা বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন গণমাধ্যমে এমন খবর সম্পর্কে তোফায়েল আহমেদের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, কে কোথায় গিয়ে বৈঠক করল সেটা নিয়ে আমরা ভাবি না। আমরা বাংলাদেশ নিয়ে ভাবি। তবে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন বলেছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে। তারা তারিখ দেবে। নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এখানে যে কেউ রাজনৈতিক ঐক্য গঠন করতে পারে। ড. কামাল হোসেন বা বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যদি জোট হয় এবং তারা যদি বিএপির সঙ্গে সমঝোতা করে ইস্যুভিত্তিক আন্দোলন করে, সংগ্রাম করে, ঐক্য করে তাতে আমাদের কোন বিরোধিতা নেই। একটা গণতন্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে বিভিন্নভাবে ঐক্য করতেই পারে। কিন্তু তাদের লক্ষ্য যদি হয় নির্বাচন বানচাল, তবে সরকার নীরব হয়ে থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থা নীরব ভূমিকা পালন করবে না। ইভিএম কেন আনছেন- এই প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, এটা তো পার্সিয়াল। আমেরিকা, ভারতে ইভিএম ব্যবহার হয়েছে। নির্বাচন কমিশন বলেছে ১০০ আসনে ইভিএম হবে। সিলেট, রাজশাহীতে ইভিএম ব্যবহার হয়েছে, কোন জায়গায় আওয়ামী লীগ, কোন জায়গায় বিএনপি জিতেছে। নির্বাচন কমিশন যেদিন থেকে গঠিত হয়েছে সেদিন থেকে বিএনপি বা তার জোট নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করে। এটা তাদের নেগেটিভ এ্যাটিচ্যুড। এবার নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে, এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা পুরোটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। গতবারের ব্যাপারটা ছিল ভিন্ন, গতবার বিএনপির সঙ্গে সংলাপ করতে চেয়েছি, তাদের মন্ত্রিত্ব দিতে চেয়েছি, খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছেন। জাতীয় পার্টি এখন আমাদের সরকারে আছে, গতবার তারা ছিল না। গতবার নতুন নতুন মন্ত্রী হয়েছেন আকারে ছোট করে কাউকে অন্তর্ভুক্ত করেছেন। এবার কী হবে এটা প্রধানমন্ত্রী জানেন, আমি কারও সঙ্গে আলোচনা করিনি।
×