ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আঙ্কারা মনে করে, ইউরোপের স্বার্থেই শক্তিশালী তুর্কী অর্থনীতি প্রয়োজন

তুরস্ককে বেইল আউট দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি

প্রকাশিত: ০৫:২৬, ৩১ আগস্ট ২০১৮

তুরস্ককে বেইল আউট দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি

মার্কিন নিষেধাজ্ঞা তুরস্কের অর্থনীতির ওপর ক্রমাগত নেতিবাচক প্রভাব ফেলায় জার্মানি তুরস্ককে বেইল আউট (জরুরী সাহায্য) তহবিল দেয়ার প্রস্তাবের কথা বিবেচনা করছে। জার্মানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, আমরা তুরস্ককে স্থিতিশীল রাখার চেষ্টা করতে অনেক কিছুই করব। তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই। ওয়াল স্ট্রিট জার্নাল। জার্মানি একাই তহবিল দেবে না ইউরোপিয়ান জামানত থেকে দেয়া হবে তা তারা ভেবে দেখছে। ওই জামানত ইউরো অঞ্চলের দেনা সঙ্কটে ব্যবহার করা হয়। রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নয়ন ব্যাংক ও দ্বিপাক্ষিক সাহায্য থেকে প্রকল্পভিত্তিক এই লোন দেয়া হয়। দুই জার্মান জ্যেষ্ঠ কর্মকর্তা জার্নালকে বলেন যে, জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুল্জ জরুরী সহযোগিতার বিষয়ে সম্ভাব্য কিছু দিক নিয়ে সম্প্রতি তুর্কী অর্থমন্ত্রী বেরাত আলবাইরাকের সঙ্গে আলোচনা করেছেন। ইউরোপিয়ান ও জার্মান কর্মকর্তারা বলেছেন, তারা আতঙ্কিত তুরস্কের অর্থনৈতিক বিপর্যয় ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। এর ফলে ইউরোপে শরণার্থীদের নতুন ঢল নামবে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কার্যকর করার পর থেকে তুরস্কের অর্থনীতি ভুগছে। এর ফলে তুর্কী মুদ্রা লিরার মান উল্লেখযোগ্যভাবে পড়ে যায়। তুরস্ক মার্কিন যাজক এ্যান্ড্রু ব্রেনসনকে মুক্তি দেয়ার বিষয়টি প্রত্যাখান করায় যুক্তরাষ্ট্র আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেন, চলমান বিবাদের মাঝে তিনি তুরস্ককে ছাড় দেবেন না। এক জার্মান কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘এটি একটি সম্পূর্ণ কা-জ্ঞানহীন ও ভুল নীতি।’ বার্লিনের মূল ভয়, অর্থনৈতিক বিশৃঙ্খলা ইউরোপগামী শরণার্থীর সংখ্যা সীমিত রাখতে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের করা চুক্তিকে ধ্বংস করবে। ইইউ তুরস্ককে অর্থ প্রদান করছে। এর ফলে তুরস্ক শরণার্থীদের তাদের এলাকা অতিক্রমে বাধা দিচ্ছে। দুই ইইউ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তুরস্কের জন্য সম্ভাব্য বেইল আউট বিষয়ে আলোচনা হয়েছে, তবে শুধু যদি যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) অংশীদার হয়। যুক্তরাষ্ট্র আইএমএফের তহবিলের জন্য তুরস্কের কোন অনুরোধে ভেটো দেয়ার হুমকি দিলে সেটা অর্জন কঠিন হতে পারে। যদি আইএমএফ তুরস্ককে বেইল আউট দিতে রাজি না হয়, তবে ইইউকে নতুন আর্থিক ক্ষেত্র সৃষ্টি করতে হবে। তার মানে হচ্ছে একটি ঐক্য তৈরি। ফরাসী অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এই দাবির বিষয়ে তুরস্ককে আরম্ভ করতে হবে এবং শুধু তখনই আমরা আলোচনা করব তাদের জন্য কি ধরনের সাহায্য আমরা আনতে পারি।’
×