ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যায্য দাম না পেয়ে লোকসানের আশঙ্কায় চামড়া ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:২৩, ৩১ আগস্ট ২০১৮

ন্যায্য দাম না পেয়ে লোকসানের আশঙ্কায় চামড়া ব্যবসায়ীরা

লাভের আশায় চামড়া সংগ্রহের পর এবারও ন্যায্য দাম না পেয়ে লোকসানের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। লবণ আর শ্রমিকের খরচ বেশি পড়লেও চামড়ার দাম কম হওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। পাইকারদের দাবি, ট্যানারি মালিকদের বকেয়ার কারণে অনেকেই চামড়া কেনার সাহস হারিয়েছেন। কোরবানির ঈদে লাভের আশায় চামড়া কিনে এই ব্যবসায়ীর মতো অন্যরাও লোকসানের আশঙ্কায়। উল্টে-পাল্টে দেখলেও কাক্সিক্ষত দামে ক্রেতাদের সাড়া মেলেনি। গত বছরের তুলনায় এবার দাম কম হওয়ায় অনেকেই চামড়া বিক্রি করতে পারেননি। ফলে চামড়া নিয়ে হা-হুতাশ করেন মৌসুমি ব্যবসায়ীরা। হাটের ইজারাদার জানান, গত বছরের তুলনায় এবার চামড়ার আমদানি ও বেচাকেনা প্রায় অর্ধেক। ট্যানারি মালিকদের কাছে টাকা আটকে থাকায় দেখেশুনে চামড়া কিনছেন পাইকাররা। আর বাজার আরও পড়ে গেলে চামড়া পাচারের আশঙ্কা এই ব্যবসায়ী নেতার। -অর্থনৈতিক রিপোর্টার
×