ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোয়ার-ভাটা দেখে ফেরি চলে শিমুলিয়ায়

প্রকাশিত: ০৫:২৮, ৩০ আগস্ট ২০১৮

জোয়ার-ভাটা দেখে ফেরি চলে শিমুলিয়ায়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়ায় ফেরি চলছে জোয়ার-ভাটা দেখে। নাব্য সঙ্কটে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ১৯ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। ঈদের আগে দুই রো রোসহ ৩টি ফেরি পাটুরিয়ায় চাপ কমানোর জন্য পাঠানো হয়েছিল। পরে মঙ্গলবার ভোরে রো রো ফেরি শাহ পরান শিমুলিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। বিআইডব্লিউটিএর নতুন রুটে গত দু’দিন ৩০ কিলোমিটার ঘুরে পালের চর-মাঝিকান্দি ন্যাচারাল চ্যানেল দিয়ে মঙ্গলবার রো রো ফেরি শাহ পরান ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যেতে সময় লেগেছে ৪ ঘণ্টা এবং ফিরতে সময় লেগেছে ৬ ঘণ্টা। যেখানে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলতে সময় লাগে ১ ঘণ্টা থেকে সোয়া ঘণ্টা সেখানে ফেরির যাওয়া-আসায় সময় লাগছে ১০ ঘণ্টা। এর আগে সোমবার এই ফেরির এই পথ ঘুরে ফিরতে সময় লেগেছিল ৬ ঘণ্টা। যেখানে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলতে সময় লাগে ১ ঘণ্টা থেকে সোয়া ঘণ্টা, সেখানে ৪ থেকে ৬ ঘণ্টা লাগলে তো ফেরি চালানো সম্ভব হবে না। এভাবে চালানো সম্ভব নয়। উক্তি করে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানিয়েছেন, ফেরি চলছে এখন জোয়ার-ভাটা দেখে। জোয়ারে ভাল চললেও ভাটায় ফেরিগুলো চলতে হিমশিম খাচ্ছে। তাই ভাটায় অনেক ফেরির চ্যানেল পারি দিতে জোয়ারের অপেক্ষায় থাকতে হচ্ছে। লৌহজং চ্যানেল সচল না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিআইডব্লিউটিএ বলেছিল, ড্রেজিং শেষে মঙ্গলবার সন্ধ্যায় লৌহজং চ্যানেল খুলে দেয়া হবে। কিন্তু বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৬টা) এর কোন লক্ষণ দেখা যায়নি। তবে এই চ্যানেল কখন ব্যবহার উপযোগী হবে সে বিষয়েও মুখ খুলছে না সংশ্লিষ্টরা। নেওয়াজ বলেন, সবাই এখন জানে এই রুটের সমস্যার কথা। তাই এই রুটে এখন গাড়ি আসছে কম। চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। তাই চাপ কমাতে মঙ্গলবার আমরা আরও একটি রো রো ফেরি পাটুরিয়ায় পাঠিয়েছি। এর আগে ৩টি পাঠালেও দু’টি আবার ফেরৎ আনা হয়েছিল।
×