ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৫, ২৯ আগস্ট ২০১৮

টুকরো খবর

জামায়াতের ৯ নেতাকর্মী আটক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ আগস্ট ॥ একটি বাড়িতে গোপন বৈঠককালে ৭ মহিলাসহ জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের মাওলানা মকবুল আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বিজয়পুর গ্রামের স্কুল শিক্ষক মাওলানা মকবুল হোসেনের বাড়িতে মহিলাদেরকে নিয়ে একটি গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক স্কুল শিক্ষক মকবুল হোসেন (৫৫), বিজয়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাশেদা আক্তার (৪৭), জামায়াতকর্মী আবদুল কাদের (৩৫), রুবি আক্তার (৪৫), সালমা আক্তার (৩৬), কবিতা আক্তার (২৮), নূরজাহান আক্তার (৩৮), মতিয়া খাতুন (৫০) ও রহিমা আক্তারকে (৩২) আটক করা হয়। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, আটককৃত মকবুল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। ২৫ বস্তা ভিজিএফ চাল জব্দ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ আগস্ট ॥ দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার কামারবাড়ি মোড় থেকে কালোবাজারে বিক্রি হওয়া ২৫ বস্তা ভিজিএফ চাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। জানা গেছে, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দুস্থদের বরাদ্দের ভিজিএফ চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগের প্রেক্ষিতে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা মঙ্গলবার বিকেলে দিঘলকান্দি কামারবাড়ি মোড়ে অভিযান চালান। এ সময় তিনটি ইজিবাইকে বহনকারী ২৫ বস্তা ভিজিএফ চাল জব্দ করা হয়। পরে চালগুলো ইউপি সচিব ছামিউল মিয়ার জিম্মায় রাখা হয়। বিদ্যুতস্পৃষ্টে বরযাত্রী নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ আগস্ট ॥ জেলার মদন উপজেলার কাইকুরিয়া হাওড়ে বরযাত্রীবাহী ট্রলার বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত এবং বরসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও দুইজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে বিয়ের অনুষ্ঠান প- হয়ে যায়। এদিকে দুর্ঘটনার কারণ হিসেবে পল্লী বিদ্যুত সমিতির স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। জানা গেছে, মঙ্গলবার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামের আব্দুর বারেকের ছেলে আশরাফুলের বিয়ের কথা ছিল। সকাল সাড়ে ন’টার দিকে তারা ট্রলারযোগে বরযাত্রীসহ মোহনগঞ্জ উপজেলার বড়ান্তর গ্রামে অবস্থিত কনের বাড়ির উদ্দেশে রওনা হন। আনুমানিক ১০টার দিকে তারা কাইকুরিয়া গ্রামের সামনের হাওড়ে গেলে ট্রলারটিতে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলে থাকা তারের স্পর্শ লাগে। ফলে পুরো ট্রলারটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বরযাত্রী মদন উপজেলার গঙ্গানগর গ্রামের হারুন মিয়ার ছেলে আল মামুন (২২) ঘটনাস্থলেই নিহত হন। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় বরসহ আরও অন্তত ২৫ জন আহত হন। ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৩ জন হলো কক্সবাজার জেলার টেকনাফ এলাকার মোঃ শাহজাহান ওরফে শাহাদাত হোসেন হৃদয় ও রাহেদ হোসাইন এবং নোয়াখালীর সেনবাগের মধ্যবীজবাগ এলাকার টিপু সুলতান হায়দার। তবে ইয়াবা বহনের সঙ্গে সংশ্লিষ্ট যুবক মোঃ শাকিল ও আবদুল্লাহ নামের অপর দুই যুবক পলাতক রয়েছে। এই ৫ যুবক কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছিল চট্টগ্রামের দিকে। পলাতকদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। চবি উপাচার্যকে হত্যার হুমকি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দিয়েছে এক ব্যক্তি। বিষয়টি অবহিত করে তিনি নিজের নিরাপত্তা চেয়ে খুলশী ও হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার হাটহাজারী থানা ও খুলশী থানা সূত্রে জানা যায়, একটি বিদেশী নম্বর থেকে কিছুদিন আগে এক ব্যক্তি চবি উপাচার্যকে অকথ্য ভাষায় গালাগাল করে। অজ্ঞাত পরিচয় লোকটি উপাচার্যকে ‘দালাল’ উল্লেখ করে জবাইয়ের হুমকি প্রদান করে। মোবাইল ফোনের একটি বার্তায়ও তাকে হত্যার হুমকি দেয়া হয়। এমতাবস্থায় নিজের নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
×