ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লড়াই চালিয়ে যাও ॥ বাগদাদির নতুন অডিও বার্তা

প্রকাশিত: ০৭:০৫, ২৫ আগস্ট ২০১৮

 লড়াই চালিয়ে যাও ॥ বাগদাদির নতুন অডিও বার্তা

প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো তাদের নেতা আবু বকর আল বাগদাদির বলে দাবি করা নতুন একটি অডিও বার্তা প্রকাশ করেছে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কথিত বার্তায় সাম্প্রতিক পরাজয়গুলো সত্ত্বেও অনুসারীদের প্রতি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাগদাদি। খবর বিবিসি ওই ৫৫ মিনিটের বিবৃতিতে বাগদাদি কানাডা ও ইউরোপে হওয়া সাম্প্রতিক হামলাগুলোর পেছনের ‘হামলাকারী সিংহদের’ অভিনন্দন ও হামলা চালাতে বোমা, ছুরি ও গাড়ি ব্যবহার করতে নিজের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্তায় চলতি সপ্তাহে পালিত হওয়া মুসলিমদের ঈদ-উল-আজহার শুভেচ্ছাও জানিয়েছেন বাগদাদি; এতে বার্তাটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। পাশাপাশি এতে তুরস্কের হাতে মার্কিন যাজক আটকের মতো সাম্প্রতিক বেশ কিছু ঘটনার উল্লেখ থাকায় ধারণাটি আরও জোরালো হয়েছে। “মুজাহেদীনদের (পবিত্র যোদ্ধা) জন্য জয় অথবা পরাজয়ের মাত্রা ছোট-বড় শহর চুরি হয়ে যাওয়া কিংবা যাদের আকাশে আধিপত্য, আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র বা স্মার্ট বোমা আছে তাদের ওপর নির্ভর করে না,” তার আল ফুরকান মিডিয়া গ্রুপের প্রকাশিত আরবী ভাষায় রেকর্ড করা বার্তায় বলেছেন বাগদাদি। “ওহ খিলাফতের সৈন্যরা, আল্লাহর প্রতিশ্রুতি ও তার জয়ে বিশ্বাস কর, কষ্টই মুক্তির পথ,” সিরিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা নিজের সমর্থকদের উদ্দেশে বলেছেন তিনি। ওই অডিও বার্তার কণ্ঠস্বরটি বাগদাদিরই কি না, তা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
×