ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৯, ২০ আগস্ট ২০১৮

 শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট  হয়ে শিশুর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে রবিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম বিথী (৪)। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের রানা মিয়ার মেয়ে। জানা গেছে, রবিবার সকালে বিথী বাড়ির পাশের ছাতিরবাজার-টেপিরবাড়ি আঞ্চলিক সড়ক পার হয়ে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। শ্রীপুরের ওই আঞ্চলিক সড়কের ওপর দিয়ে স্থানীয় কয়েক ব্যক্তি বিদ্যুতের সংযোগ নিয়ে ব্যবহার করছে। . দিনাজপুরে এক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে রবিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্টে খগেন্দ্রনাথ নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। আহত শিশু সুপ্রিয় রায়কে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খগেন্দ্রনাথ বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের মৃত ধর্ম নারায়ণের ছেলে। জানা যায়, ঘরে বসে খেলা করছিল শিশু সুপ্রিয় রায়। এ সময় বৈদ্যুতিক শট সার্কিট হয়ে তারে জড়িয়ে পড়ে শিশু সুপ্রিয় রায়। তার চিৎকারে খগেন্দ্রনাথ বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
×