ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার বদলাতে হলে নির্বাচনের বিকল্প নেই ॥ এরশাদ

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ আগস্ট ২০১৮

 সরকার বদলাতে হলে নির্বাচনের বিকল্প নেই ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ আগস্ট ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাতৃভূমি রংপুর থেকেই আগামী জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলাম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোন আন্দোলন দানা বাঁধতে পারবে না। এখন আন্দোলন নির্ভর করবে সরকারের ওপর। বিএনপি এই নির্বাচনে অংশ নিলে জোটগতভাবে নির্বাচন করবেন, আর অংশ না নিলে এককভাবে নির্বাচন করবেন। শনিবার দুপুরে রংপুরে ঈদ-উল-আজহা পালনসহ পাঁচ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ। তিনি আরও বলেন, দেশে শক্তিশালী দল তিনটি। আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। বিএনপির অবস্থা ছিন্নভিন্ন। তাই এখন দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি শক্তিশালী দল। রংপুরের ২২ আসনে প্রার্থী চূড়ান্ত করেছি। রংপুরের আসনগুলো এবার আমরা ফিরে পাব। রংপুরের মানুষ আমাদের ভোট দেবে। সরকার বদলাতে হলে নির্বাচনের বিকল্প নেই। এরশাদ বলেন, কে কি আশা করল তা নিয়ে আমাদের কিছু যায় আসে না, রংপুরের ২২ আসন আমরা চাই। বিএনপির অবস্থা ভাল নেই উল্লেখ করে এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না তারাই ভাল জানে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে আমার দল অংশ নেবে। এ সময় তিনি নিরাপদ সড়ক আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি করেন। দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার, কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি রংপুর সদরের মজিদা খাতুন মহাবিদ্যালয়ে ঈদ উপলক্ষে স্থানীয় জাপা আয়োজিত কাঙ্গালীভোজে উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন।
×