ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদে বৈশাখী টেলিভিশনে ২০ নাটক

প্রকাশিত: ০৫:১৬, ১৮ আগস্ট ২০১৮

 ঈদে বৈশাখী টেলিভিশনে ২০ নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বৈশাখী টেলিভিশন। অনুষ্ঠানমালার বিশেষ আকর্ষণ হিসেবে প্রচার হবে ২০ নাটক। এর মধ্যে ৬টি ধারাবাহিক এবং ৭টি একক এবং ৭টি মেগা নাটক। এসব নাটকের মধ্যে গত ঈদ-উল-ফিতরে প্রচার হওয়া তুমুল জনপ্রিয়তা পাওয়া নাটকের সিক্যুয়েলও রয়েছে। ধারাবাহিক : ঈদের দিন থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রচার হবে এসব ধারাবাহিক। প্রতিদিন বেলা ১-৩০ মিনিটে প্রচার হবে শাহরিয়ার সুমনের পরিচালনায় ‘খোকা কঞ্জুস’। সন্ধ্যা ৬-২০ মিনিটে প্রচার হবে রুমান রুনির পরিচালনায় ‘কিপ্টা দুলাভাই’। রাত ৭-৩০ রয়েছে ‘ব্রেক ফেইল-৪’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। রাত ৯-১৫ মিনিটে থাকছে সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় ‘কিড সোলায়মান-২’। রাত ১০-৩০ মিনিটে প্রচার হবে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘লাল দালান’। রাত ১১-১০ মিনিটে রয়েছে ‘বউয়ের দোয়া পরিবহন’। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। একক নাটক : ঈদের সাতদিন রাত ৮-১০ মিনিটে প্রচার হবে ৭টি একক নাটক। এর মধ্যে ঈদের প্রথমদিন প্রচার হবে সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় ‘মেইড ইন ফরেন-৩’। ঈদের দ্বিতীয় দিন রয়েছে ‘যেই লাউ সেই কদু-২’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। তৃতীয়দিন শৌর্য দীপ্ত সূর্যর রচনা ও পরিচালনায় রয়েছে ‘গানম্যান’। চতুর্থদিন প্রচার হবে শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় ‘পাত্র নির্বাচন’। ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘হিটলার হারুন’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। ৭ম দিন রয়েছে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘প্রেম পরীক্ষা’। ৭টি মেগা নাটক : ঈদ উপলক্ষে বৈশাখী টিভিতে এই প্রথম সিনেমা চাঙ্কে প্রতিদিন বেলা ২-২০ মিনিটে প্রচার ৭টি মেগা নাটক। বিরতিহীন চলবে এ নাটকগুলো। এর ব্যাপ্তিকাল প্রায় ৩ ঘণ্টা। প্রথমদিন রয়েছে ‘ব্রেক ফেইল-২’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। দ্বিতীয়দিন ‘হাই প্রেসার’ এবং তৃতীয়দিন রয়েছে ‘হাই প্রেসার-২’। নাটক দুটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। হাসান জাহাঙ্গীর রচনা ও পরিচালনায় চতুর্থদিন রয়েছে ‘নায়িকার বিয়ে’। পঞ্চমদিন প্রচার হবে ‘মিস আমলাপাড়া’। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্ট। ৬ষ্ঠ দিন রয়েছে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘সিনেমাটিক’ এবং ৭ম দিন রয়েছে তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘বউগিরি’। এসব নাটকে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা শিল্পী। তারা হলেন- জাহিদ হাসান, মোশারফ করিম, শখ, আ খ ম হাসান, প্রাণ রায়, কচি খন্দকার, জামিল, ডাঃ এজাজ, চিত্রনায়িকা পপি, নিপুণ, এটিএম শামসুজ্জামান, হাসান জাহাঙ্গীর, ফারুক আহমেদ, নাদিয়া, সুমাইয়া শিমু, জাকিয়া বারী মম, অহনা, মীর সাব্বির, হাসান মাসুদ, শাহেদ শরিফ খান, আল মনসুর, মৌসুমী হামিদ, আলভী, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমিরুল হক চেীধুরী, নাজিয়া হক অর্ষা, দীপা খন্দকার, সাজু খাদেম, ম ম মোর্শেদ, ছন্দা, জোভান, নাজিরা মৌ এবং কণ্ঠশিল্পী কাজী শুভসহ আরও অনেকে। ঈদ নাটক নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, গত ঈদ-উল-ফিতরে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেও আমাদের নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা ৪টি টিভি চ্যানেলের পর বৈশাখী টিভিই ছিল টিআরপির শীর্ষে। আমাদের মূল উদ্দেশ্য দর্শকদের বিনোদন দেয়া, এবারও তার ব্যত্যয় হবে না। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।
×