ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ বছরেও পূর্ণাঙ্গ স্থলবন্দর হয়নি ভোমরা

প্রকাশিত: ০৪:১৭, ১৬ আগস্ট ২০১৮

৮ বছরেও পূর্ণাঙ্গ স্থলবন্দর হয়নি ভোমরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণার ৮ বছর পেরিয়ে গেলেও বন্দরের শতভাগ কার্যক্রম শুরু করতে পারেনি ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ। বন্দরের ওয়ারহাউস চালু না হওয়ায় মালামাল রাখাসহ ব্যবসায়িক কোন সুবিধা না পাওয়ায় বন্দর বিমুখ হচ্ছেন আমদানিকারকরা। এতে আমদানি-রফতানিতে নেতিবাচক প্রভাব পড়লেও বন্দর কর্তৃপক্ষ বলছেন, স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। ভৌগোলিক অবস্থানের কারণে সম্ভাবনাময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে ২০১০ সালের জুলাইয়ে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে বড় দুটি স্কেল ও দুটি গোডাউনসহ বিশাল ইয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে ভোমরা বন্দর। কিন্তু এখনও ওয়ারহাউসে মালামাল রাখার সুবিধা না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের। আমদানিকারকরা বলেন, সকল চার্জ দেয়ার পরও আমদানিকারকরা ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছে না। বাংলাদেশের কোন বন্দরে আগাম ডিইটি দিতে হয় না অথচ ভোমরা বন্দরে দিতে হয়। কর্তৃপক্ষ যে চার্জ নিচ্ছে সেই সার্ভিস দিচ্ছে না। কলকাতা থেকে এ ভোমরার দূরত্ব অন্য স্থলবন্দরের চেয়ে দূরত্ব কম। তবে শ্রমিক মজুরিসহ অন্যান্য খরচ বেশি হওয়ায় বন্দর ব্যবহারে আগ্রহ কমছে বলে জানান ব্যবসায়ীরা। যদিও এসব অভিযোগ এড়িয়ে যান রাজস্ব কর্মকর্তা কাজী এমরান হোসেন। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি অহিদুল ইসলাম বলেন, আমাদের দুইটা ওয়ারহাউস আছে। কিন্তু ওয়ারহাউসের কোন কার্যক্রম নেই। সে কারণে আমাদের অগ্রিম ডিউটি দিতে হয়। এ কারণে আমদানিকারকরা নিরুৎসাহিত হচ্ছে।
×