ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃত্রিম বুদ্ধিমত্তার হ্যালিও এস৬০ স্মার্টফোন এখন বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৫৬, ১৫ আগস্ট ২০১৮

কৃত্রিম বুদ্ধিমত্তার হ্যালিও এস৬০ স্মার্টফোন এখন বাংলাদেশে

বাংলাদেশের বাজারে হ্যালিও সিরিজের নতুন মডেল উন্মোচন করলো এডিসন গ্রুপ। হ্যালিও এস৬০ নামের এই নতুন মডেলটিকে স্মার্ট করতে আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফুল ভিউ নচ ডিসপ্লে। রাজধানীর এক কনভেনশন সেন্টারে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, গ্রুপের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান এবং হেড অব সেলস এম এ হানিফ। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্টফোনটির দাম রাখা হচ্ছে ২৫ হাজার ৯৯০ টাকা। ১২ মাসের কিস্তিতে ক্রেডিট কার্ড এর মাধ্যমে হ্যান্ডসেটটি কেনা যাবে। এছাড়াও হ্যান্ডসেটটির পিছনে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি রেগুলার সেন্সর এবং সেকেন্ডারিতে ৫ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সিং সেন্সর আছে। আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। -অর্থনৈতিক রিপোর্টার
×